পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে ডিপজল অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘সৌভাগ্য’। এছাড়াও প্রদর্শিত হবে পুরনো সিনেমা শাকিব খানের বীর, শাহেনশাহ ও চয়নিকা চৌধুরী পরিচালিত বিশ্বসুন্দরী। ঈদের একমাত্র নতুন সিনেমা ‘সৌভাগ্য’ পরিচালনা করেছেন এফ আই মানিক, এতে অভিনয় করেছেন ডিপজল, মৌসুমী, কাজি মারুফ, আন্না, তমা মির্জা প্রমুখ।
ঈদের পুরোনো ছবি শাহেনশাহ পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী, এতে অভিনয় করেছেন শাকিব খান, নুসরাত ফারিয়া, রোদেলা জান্নাত, মিশা সওদাগর, অমিত হাসান প্রমুখ। ‘বিশ্বসুন্দরী’ ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পরিমনি, চম্পা প্রমুখ। একশোর মতো প্রেক্ষাগৃহে সিনেমা গুলো প্রদর্শিত হবে।
‘ডিপজল অভিনীত সৌভাগ্য সিনেমাটি ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শাকিব খানের বীর ৮টি এবং শাহেনশাহ সিনেমাটি মুক্তি পেতে পেয়েছে ১৮টি প্রেক্ষাগৃহে। বিশ্বসুন্দরী সিনেমা সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদ উপলক্ষ্যে সিনেমাটি ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
Leave a Reply