শনিবার, ০৪ মে ২০২৪, ১০:১৭ অপরাহ্ন
Uncategorized

সাংবাদিক বাবুল হৃদয় ট্রাব অ্যাওয়ার্ড-২০২১: জুরি বোর্ড-এর সদস্য সচিব হলেন

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

জুরিবোর্ড-এর সদস্য সচিব হলেন বিশিষ্ট সাংবাদিক বাবুল হৃদয়। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আগামী ২০ নভেম্বর ২০২১ শনিবার বিকেল ৪টায় ঢাকার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জুরীমন্ডলীর মূল্যায়নে শ্রেষ্ঠত্বের বিচারে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, মঞ্চনাটক, যাত্রা,নৃত্য ও সাংবাদিকতা বিভাগে ট্রাব অ্যাওয়ার্ড-২০২১ প্রদান করবে। পুরস্কারকে স্বচ্ছ, জবাবদিহিতামুলক করতে বিভিন্ন বিভাগে বিচারকমন্ডলী সমন্বয়ে জুরীবোর্ড গঠন করা হয়েছে।

চলচ্চিত্র জুরীবোর্ডের চেয়ারম্যান-সাংবাদিক অরুন চৌধুরী, সদস্য সচিব-কামরুল হাসান দর্পণ, টিভি জুরীবোর্ডের চেয়ারম্যান-সাংবাদিক তাপস রায়হান, সদস্য সচিব-বাবুল হৃদয়।

সংগীত ও নৃত্য জুরীবোর্ডের চেয়ারম্যান-কবি হাসনাইন সাজ্জাদী, সদস্য সচিব-মাসুম আহাম্মদ, মঞ্চনাটক জুরীবোর্ডের চেয়ারম্যান-মঞ্চসারথী আতাউর রহমান, সদস্য সচিব-ড. চঞ্চল সৈকত। প্রতিটি জুরীবোর্ডে কয়েকজন সদস্য রয়েছেন।

জুরিবোর্ড-এর সদস্য সচিব চুড়ান্ত করায় ট্রাবকে ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিক বাবুল হৃদয়। তিনি বলেন, ‘ট্রাব অ্যাওয়ার্ড-২০২১-এর জুরীবোর্ডের সদস্য সচিব হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাবুল হৃদয় বর্তমানে আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার নিউজ ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন, এর আগে তিনি যায়যায়দিন, মানবকণ্ঠ, কালেরকণ্ঠ, ভোরের পাতাসহ জাতীয় বেশকিছু দৈনিক পত্রিকায় একযুগেরও বেশি সময় ধরে বিনোদন বিভাগে কাজ করেছেন।

মিডিয়া পার্টনার-এটিএন বাংলা। ট্রাব অ্যাওয়ার্ড-২০২১ সফল করার জন্য ট্রাব অ্যাওয়ার্ড উদযাপন কমিটির চেয়ারম্যান সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, কো-চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধী ভিক্ষু, জাফর ইকবাল চৌধুরী, সদস্য সচিব দেওয়ান হাবিবুর রহমান ও ট্রাব সভাপতি সালাম মাহমুদ সকল মহলের সহযোগীতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ