বি-বাড়িয়ার ছেলে ফাহিম ইসলাম দ্বীপ। ছোটবেলা থেকেই ফটোগ্রাফির প্রতি তার আগ্রহ। সেই আগ্রহ লালন করেই ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিয়েছেন। ফটোগ্রাফির পাশাপাশি সংগীতে তার আগ্রহ কম নয়। সেই আসল ফটোগ্রাফার দ্বীপকে খুঁজে পেতে সম্প্রতি জটিলতার অবসান করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকে ‘স্বীকৃতি’ দিয়েছে তাকে। অর্থাৎ তার আসল পেইজকে ভেরিফাইড করেছে ফেসবুক। ফলে এখন থেকে আর তাকে খুঁজে পেতে বিড়ম্বনায় পড়তে হবে না ফটোপ্রেমিকদের।
এ ব্যাপারে দ্বীপ বলেন, আমার এই একটা পেইজ ছাড়া আর কোন পেইজ নাই। প্রিয় বন্ধুরা আপনারা আমার নামে যদি কোন পেইজ পেয়ে থাকেন রিপোর্ট করবেন আর আমার জন্যে দোয়া করবেন।
Leave a Reply