সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী
গত বছর ঠিক এই সময়ে বিরোধীদলগুলো যখন প্রায় নিশ্চিত – বাইডেন প্রশাসন ওদের ক্ষমতায় বসিয়ে দেবে, তখন আমি পোষ্টে লিখেছিলাম, নির্বাচন ঠেকাতে পারবেনা বিরোধীরা এবং আওয়ামীলীগ টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসবে। আমার ওই লেখাটায় বিরোধী শিবিরের অনেকেই হাহা রিয়েক্ট দিয়েছিলেন। ওনাদের বদ্ধমূল বিশ্বাস ছিলো বাইডেন প্রশাসন যেহেতু সরকারের বিপক্ষে কথা বলছে, তাই ক্ষমতায় বিরোধীরাই আসবে। কিন্তু বাস্তবতা কি হলো?
এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ডোনাল্ড লু বাংলাদেশে আসার আগে সরকার বিরোধীরা ঢাকঢোল পিটিয়ে প্রচার করে, আমেরিকা নাকি বাংলাদেশের ওপর নতুন নিষেধাজ্ঞা দেবে। ওদের কাণ্ডকীর্তি আর শিশুসুলভ আচরণ দেখে মনেমনে হেসেছি। আমি জানতাম, বাইডেন প্রশাসন নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং ওরা এখন বাংলাদেশের ক্ষমতাসীন দলের সাথে সম্পর্ক মেরামতে সক্রিয় হবে।
এক্ষেত্রে কারণ দুটো। ওয়াশিংটনের ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশকে অবজ্ঞা করে এই অঞ্চলে কোনো কৌশলই বাস্তবায়িত করা যাবেনা। কারণ, ১৯৭১ সালের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মাঝে বিস্তর ফারাক। বাংলাদেশ এখন দ্রুত উন্নয়নশীল দেশগুলোর কাতারে। পাশাপাশি, চৌকষ পররাষ্ট্র নীতি অবলম্বনের কারণে গোটা বিশ্বসহ আরব ও মুসলিম বিশ্বে বাংলাদেশের গুরুত্ব ভীষণভাবে বেড়ে গেছে।
অন্যদিকে, ইউক্রেইন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞার বিপক্ষে অবস্থান নিয়ে এবং ফিলিস্তিন ইস্যুতে শক্ত অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মাঝে গোটা বিশ্বে একজন প্রভাবশালী নেত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন। গোটা আরব বিশ্ব ফিলিস্তিন ইস্যুতে শেখ হাসিনার শক্তিশালী ভূমিকায় রীতিমত কৃতজ্ঞ। অন্যদিকে ইরানসহ অনারব দেশগুলোর কাছে শেখ হাসিনা এখন “ভয়েস অফ দ্যা মুসলিম ওয়ার্ল্ড” হিসেবে গণ্য হচ্ছেন। যে কারণে, সৌদি আরব, কাতার, ইরানসহ গোটা মুসলিম বিশ্ব শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা স্থাপন করেছে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক আরো মজবুত করার বিষয়ে আগ্রহী হয়ে ওঠেছে।
বাইডেন প্রশাসনের আচম্বিক বাংলাদেশ নীতিতে পরিবর্তনের দ্বিতীয় কারণ হলো, প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমান মেয়াদ আছে আর মাত্র সাড়ে পাঁচ মাসের মতো। ইউক্রেইন যুদ্ধ এবং গাজা ও রাফাহ-তে ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে আমেরিকার ভোটারদের মাঝে বাইডেন বিরোধী মনোভাব ক্রমশ প্রকট হচ্ছে। গাজায় যুদ্ধ থামাতে না পারলে নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীর কাছে বাজেভাবে হেরে যাবেন বাইডেন, এমনটাই জনমত জরিপ বলছে। অন্যদিকে, ইউক্রেইনে এরই মাঝে বাইডেন প্রশাসন যে আর্থিক ও সামরিক সহায়তা পাঠিয়েছে এর বড় একটা অংশই দুর্নীতির গহ্বরে হারিয়ে গেছে। ওই যুদ্ধে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির পরাজয় যে নিশ্চিত এটা মার্কিন প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো বুঝে গেছে। এমন এক বিরূপ পরিস্থিতির মাঝে নতুন করে আর কোনো দেশের সাথেই দ্বন্দ্বে জড়াতে চাচ্ছেনা বাইডেন প্রশাসন।
এদিকে, আমেরিকার ওপর শতভাগ নির্ভর করে প্রধান বিরোধীদল বিএনপি ভারত, চীন ও রাশিয়ার সাথে সম্পর্কে হয় গুরুত্ব দেয়নি নয়তো নষ্ট করেছে। চীন কিংবা রাশিয়া এখন বিএনপির প্রতি আগ্রহী নয়। অন্যদিকে ভারতের বিরুদ্ধে “ইন্ডিয়া আউট” ক্যাম্পেইনে বিএনপি সরাসরি সম্পৃক্ত হয়ে নিজেদের ভারত বিরোধী অবস্থানটা একেবারেই প্রকাশ্যে এনেছে। ওই দলের অনেক নেতাই ক্ষমতাসীন বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনকি হিন্দুদের বিরুদ্ধেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্দ কথা প্রচার করে নিজেদেরকে উগ্র সাম্প্রদায়িক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
অন্যদিকে, আন্তর্জাতিক গণমাধ্যমে গত প্রায় দু’বছর যাবত বিএনপির সম্পর্কে একটা তথ্য ঘুরেফিরে আসছে, যেখানে বলা হচ্ছে, ২০০১ সালের ডিসেম্বর মাসে বিএনপির সম্মতিতে আল-কা-য়ে-দা’র একটা গ্রুপ বাংলাদেশে আশ্রয় নেয়। যেটির নেতৃত্ব দেন জাওয়াহিরি। যেহেতু এই তথ্যের সাথে অকাট্য প্রমাণ দেয়া হচ্ছে, একারণেই বিএনপি এটার প্রতিবাদও করতে পারছেনা। তবে, আন্তর্জাতিক গণমাধ্যমে চলমান এই প্রচারের ফলে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমশ যে অন্ধকারে ঢেকে যাচ্ছে এটা হয়তো দলের নীতিনির্ধারকরা এখনও উপলব্ধি করতে পারছেন না বা এসব আমলেই নিচ্ছেন না।
ভারতের সাথে যখন বিএনপির সম্পর্ক একেবারেই শীতল তখন দিল্লির শীর্ষ নীতিনির্ধারকদের কাছে আওয়ামীলীগের গুরুত্ব ক্রমশ বাড়ছে। সেদেশের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। ঠিক ওই সময়টাতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সম্বর্ধনা দেবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে বিমানবন্দরে এসে শেখ হাসিনাকে স্বাগত জানাবেন। শেখ হাসিনার আসন্ন ভারত সফর এতোটাই গুরুত্বপুর্ন যে ওই সফরসূচি চূড়ান্ত করতে ভারতের পররাষ্ট্র সচিব গত সপ্তাহেই বিশেষ বিমানে চড়ে বাংলাদেশে আসেন। এমনটা এর আগে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মাধ্যমে ঢাকা-দিল্লি সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে।
এদিকে জুলাই মাসে শেখ হাসিনার চীন সফরের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বেইজিং। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে অনেকগুলো দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে। পাশাপাশি, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন এগিয়ে আসবে।
এখানে একটা কথা বলে রাখি। রোহিঙ্গা সমস্যা সমাধান আমেরিকা, ব্রিটেন কিংবা পশ্চিমা দেশগুলোকে দিয়ে সম্ভব নয়। কারণ, পশ্চিমারা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর “ছোটভাই” ব্রিটেন অন্য দেশগুলোয় সমস্যা কিংবা সংকট সৃষ্টিতে ভীষন পারঙ্গম হলেও ওরা এসব সমাধানে কখনোই কার্যকর কোনো ভূমিকা রাখেনা। একারণেই রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রয়োজন চীনকে। আর এক্ষেত্রে প্রেসিডেন্ট শি জিনপিং নিশ্চিতভাবে বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়ে এই সমস্যা উত্তরণে কার্যকর ভূমিকা রাখবেন।
গতমাসে শেখ হাসিনা থাইল্যান্ড সফর করে এসেছেন। আমার প্রত্যাশা আশিয়ান জোটভুক্ত অন্য দেশগুলোতেও তিনি যাবেন। কারণ, এ বছরই বাংলাদেশ ব্রিকস জোটে যোগ দিচ্ছে। ভারত যেহেতু আশিয়ান জোটে আছে তাহলে বাংলাদেশেরও একই জোটে যোগ দেয়ার ক্ষেত্রে কোনো বাঁধা থাকার কারণ নেই।
নভেম্বর মাসে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেহেতু জো বাইডেনের বিজয়ের সম্ভাবনা নেই, এক্ষেত্রে বাংলাদেশের উচিত এখন থেকেই রিপাবলিকান পার্টির সাথে সম্পর্ক জোড়ালো করার উদ্যোগ নেয়া। কারণ, বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন পররাষ্ট্র নীতিতে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। ট্রাম্পও হুটহাট কিছু সিদ্ধান্ত নেবেন। হান্টার বাইডেনসহ বাইডেন পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সামনে নিয়ে আসবেন এবং এক্ষেত্রে ধারাবাহিক মামলায় জর্জরিত করা হতে পারে এদের। একইভাবে, হিলারি ক্লিনটনের পারিবারিক প্রতিষ্ঠান ক্লিনটন ফাউন্ডেশনের নানা আর্থিক অনিয়ম এবং আইন বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ট্রাম্প। এক্ষেত্রে ক্লিনটন ফাউন্ডেশনের অন্যতম ডোনার প্রফেসর ইউনূসের দিকেও আগামী মার্কিন প্রশাসনের তীর তাক হতে পারে। তবে ভূরাজনৈতিক নানা কারণেই বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেবেন ডোনাল্ড ট্রাম্প।
Leave a Reply