এ তরুণ প্রজন্মের এই দর্শক জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হিমি, একটি প্রতিষ্ঠানের সাতটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছেন। ঈদের আগেই এগুলোর শুটিং শেষ করবেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, টিভি নাটকের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রের দিকেও আমি মনোযোগী হচ্ছি। বিজ্ঞাপনচিত্রের কল্যাণে দর্শকদের সঙ্গে সবসময় থাকা যায় টিভি পর্দায় নিয়মিত উপস্থিতির মাধ্যমে। মডেল ও অভিনেত্রী গ্ল্যামার গার্ল সুমাইয়া হিমি টিভি ধারাবাহিকে বেশ ব্যস্ত সময় পার করছেন। হিমি এখন একসঙ্গে তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।
এগুলো হলো – শামীম জামান পরিচালিত ‘প্রিয়জন’, মুরাদ পারভেজ পরিচালিত ‘স্মৃতির আল্পনা আঁকি’ এবং সোহেল রানা ইমনের পরিচালনায় ‘গোবিন্দপুরের গল্প’। উল্লিখিত নাটক প্রসঙ্গে হিমি বলেন, তিনটি ধারাবাহিকই দারুন গল্পনির্ভর। এগুলোতে আমি গতানুগতিক গল্পের বাইরে অভিনয় করছি। অনেকে টিভি ধারাবাহিক নিয়ে সমালোচনা করেন। এদের উদ্দেশ্যে আমি বলবো – আমাদের এখনও অনেক ভালো গল্পের নাটক হচ্ছে। হয়তো বিভিন্ন কারণে এগুলো দর্শকের চোখে পড়ছে না।
হিমি জানান, ধারাবাহিকের পাশাপাশি একক নাটকে অভিনয় নিয়েও ব্যস্ত তিনি। ৯ই জুলাই আরবি এন্টারটেইনমেন্ট চ্যানেলে মুক্ত হচ্ছে তার অভিনীত ‘ভালোবাসি’ শিরোনামের একটি একক নাটক। এটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম সাইদ।
Leave a Reply