বাংলাদেশ চলচ্চিত্রের চিত্রনায়ক সাইমন সাদিক করোনায় আক্রান্ত হয়েছেন।রবিবার (৮ আগষ্ট) নমুনা পরীক্ষা করালে রিপোর্ট করোনা পজেটিভ। তিনি কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন।
চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, রবিবার (১ আগস্ট) করোনার ভ্যাক্সিন নিয়েছি। এর পরের দিন শরীরে জ্বর আসে। জ্বরের পাশাপাশি নাকে ঘ্রাণ পাই নাই। রবিবার পরীক্ষা করে জানতে পারলাম, আমার করোনা পজিটিভ। সাইমন শরীরে জ্বর আসার পর থেকেই পরিবারের লোকজন থেকে আলাদা থাকছেন। তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন। সাইমন সাদিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
কঠোর লকডাউনের কারণে সাইমন সাদিকের সিনেমা ‘আর্তনাদ’ শুটিং স্থগিত করা হয়েছে। এছাড়া, শাহীন সুমন পরিচালিত ‘গ্যাংস্টার’ সিনেমার শুটিংও স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান গত বছর সাইমন ‘জান্নাত’ সিনেমায়। বর্তমানে তার বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে।
Leave a Reply