বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও নায়ক জায়েদ খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ও ইউটিউবে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে দুই নারীসহ পাঁচজনকে ডিবিতে তলব করা হয়েছে।
সম্প্রতি কয়েকটি ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই নায়কের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেন ওই দুই নারী। তাদের সঙ্গে যুক্ত ছিলেন তিনজন পুরুষ।
বিষয়টি নিয়ে জায়েদ খান ডিবির সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দেন। ঘটনাটি আমলে নিয়ে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তদন্ত কর্মকর্তারা। তারই পরিপ্রেক্ষিতে তাদের তলব করেন ডিবি সাইবার ক্রাইমের এডিসি মনিরুল ইসলাম।
চিত্রনায়ক জায়েদ খান বলেন, আমার নামে মাস খানেক ধরেই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল। যে কারণে আমি লিখিত অভিযোগ দিই। ডিবির সাইবার ক্রাইম বিভাগ বিষয়টি গুরুত্বসহ দেখছে। আমরা শিল্পী, আমাদের সম্মান নিয়ে বাঁচতে দিন।
Leave a Reply