আগামী কয়েক দিনের মধ্যেই নতুন একটি ইউটিউব চ্যানেল চালু করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট। এ লক্ষ্যকে সামনে রেখেই সম্প্রতি জনপ্রিয় মডেল ও মিউজিক ভিডিও নির্মাতা শাহীন খানের ‘মিউজিক হাট’ ইউটিউব চ্যানেলটি কিনে নিয়েছে ক্রাউন। নতুনভাবে এই চ্যানেলের নাম হচ্ছে ‘ক্রাউন মিউজিক প্লাস’।
এ প্রসঙ্গে শাহীন খান বলেন, ‘বর্তমানে মিডিয়া জগতে ক্রাউন একটা বিরাট বড় ফ্যাক্টর। এ কারণেই আমি মনে করেছি ‘মিউজিক হাট’ এই কোম্পানীর অধীনে গেলে এটি ব্যাপক সাফল্য অর্জন করতে সক্ষম হবে।’
‘ক্রাউন মিউজিক প্লাস’ চ্যানেল প্রসঙ্গে ক্রাউন মিউজিক এর ভাইস প্রেসিডেন্ট রাকিব আহমেদ বলেন, ‘সঙ্গীতের ক্ষেত্রে বর্তমানে ক্রাউন এর ভীষণ শক্তিশালী টিম আছে বহু বছর থেকেই। এখন আমাদের নিজেদেরই অত্যাধুনিক স্টুডিওসহ নানা যন্ত্রপাতিও আছে। এরই মাঝে ক্রাউন নতুন কিছু গান রেকর্ড করেছে। যেগুলোতে কণ্ঠ দিয়েছেন এফ এ সুমন, পিন্টু ঘোষ, প্রতীক হাসান, শাহরিয়ার রাফাত, প্রিয়াঙ্কা বিশ্বাস, শিল্পী বিশ্বাস, তানজিনা রুমা’সহ অনেক শিল্পী। ইমন খান, গামছা পলাশ’সহ আরো কিছু শিল্পীর গানের রেকর্ডিং হবে আগামী সপ্তাহেই। এ গুলোর মিউজিক ভিডিও ক্রমান্বয়ে ‘ক্রাউন মিউজিক প্লাস’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। আমাদের টার্গেট হলো আগামী এক বছরের মধ্যেই দেশের এক নম্বর ইউটিউব চ্যানেলের স্থান দখল করা।’
ক্রাউন এর ইউটিউব চ্যানেল প্রসঙ্গে ক্রাউন এন্টারটেইনমেন্ট এর ডেপুটি সিইও তাজুল ইসলাম বলেন, ‘দেশের একটা বড় অডিও প্রতিষ্ঠান, যাদের কয়েক মিলিয়ন সাবসক্রাইবার সম্পন্ন ইউটিউব চ্যানেল আছে, তারা এরই মাঝে ক্রাউন এর সাথে একীভূত হওয়ার বিষয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। এ বছরেই ওই মিউজিক লেভেলটিও ক্রাউন কিনে নেবে। আমাদের লক্ষ্য হলো ২০২১ সালের মধ্যে ইউটিউব চ্যানেল সেক্টরেও বড় কিছু করার।’
‘ক্রাউন মিউজিক প্লাস’ ইউটিউব চ্যানেল নিয়ে উচ্ছ্বসিত ক্রাউন ডিজিটাল ল্যাব এর মুখ্য সমন্বয়ক ও সঙ্গীত পরিচালক রানা আকন্দ। তিনি বলেন, ‘আল্লাহর রহমতে ক্রাউন এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। আমরা বাংলা সঙ্গীত, চলচ্চিত্র ও নাটকের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে যাবো। এটাই আমাদের প্রত্যয়। দেশের সঙ্গীত শিল্পীদের জন্যে একটা বড় প্ল্যাটফর্ম হতে যাচ্ছে ‘ক্রাউন মিউজিক প্লাস’ ইউটিউব চ্যানেলটি। আমরা সবার দোয়া চাইছি।’
Leave a Reply