লাক্স তারকা নিশাত জেরিন অরিন। কাজী হায়াৎ পরিচালিত ‘ছিন্নমূল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রে। বাংলাদেশের ছবির বাইরেও কলকাতার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করছেন তিনি। ছোটপর্দায়ও নিয়মিত কাজ করছেন তিনি। এরই মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত ‘পোড়া অন্তর’ সিনেমায়। সম্প্রতি নাম ঠিক না হওয়া একটি ছবিতে যুক্ত হয়েছেন অরিন। প্রযোজনা করছে এসএইচকে গ্লোবাল নামের নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান।
অরিন বলেন, সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে ‘পোড়া অন্তর’ সিনেমার শুটিং শুরু হয়েছে। আর নাম চুড়ান্ত না হওয়ার সিনেমাটির শুটিং শুরু হবে ডিসেম্বর শেষের দিকে। দুটি সিনেমারই গল্প খুব সুন্দর। ক্যারিয়ারে অনেক গল্পে কাজ করেছি। সব সময় চেয়েছি ব্যতিক্রম গল্পে কাজ করতে। সে রকম ভিন্ন ধারার একটি গল্প হচ্ছে ‘পোড়া অন্তর’। বর্তমানে দর্শক গল্প নির্ভর সিনেমা চায়। তাদের চাহিদা বিবেচনা করেই সিনেমায় কাজ করার চেষ্টা করছি।’
Leave a Reply