নতুন বছরে প্রেক্ষাগৃহে নেই নতুন সিনেমা। বছরের প্রথম দিন একটি সিনেমা মুক্তি পেলেও অবগত ছিলেন না কেউ। এমনকি এ ছবির শিল্পীরাও ছবি মুক্তির কথা জানতেন না। দ্বিতীয় সপ্তাহে ছবি সংকটে থাকেন হল মালিকরা। গত বছরে আসা করোনা বুকে নিয়েই শুরু হয় নতুন বছরের। তবুও চলতি বছর চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী সবাই। সিনেমা হলে নতুন সিনেমা না থাকলেও পরিচালক-শিল্পীরা এরই মধ্যে নতুন বছরে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। গত ৬ জানুয়ারি গাজীপুরের খতিব খামার বাড়ি শুরু হয় ‘বাংলার ভাবী’ সিনেমার শুটিং। প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে ১২ জানুয়ারি। ছবিটিতে অভিনয় করছেন ওমর সানী, মৌসুমী, মাসুম আজিজ, বড়দা মিঠু, আসমা ঝিলিক প্রমুখ। ছবিটি পরিচালনা করছেন নূর মোহাম্মদ মনি। তিনি জানান, দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে চলতি মাসের শেষে। ১১ জানুয়ারি মানিকগঞ্জে ‘মুক্তি’ নামের নতুন ছবির শুটিং শুরু করেন পরিচালক ইফতেখার চৌধুরী। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। ‘মুক্তি’ নামের নারীকেন্দ্রিক সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন রাজ রিপা। আর এতে তার বিপরীতে এক বা দুইজন নয়, মোট ৯ জন নায়ক অভিনয় করছেন। তার হলেন- আনিসুর রহমান মিলন, রাশেদ মামুন অপু, আমান রেজা, কায়েস আরজু, আদর আজাদ, সাইফ খান, ক্রিস্টিয়ানো তন্ময়, আরেফিন জিলানি ও খিজির হায়াত খান। নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি। সে কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন-এমন গল্প নিয়ে মুক্তির পথ চলা। নায়িকার জীবন-যাপনের লোমহর্ষক চিত্রায়ণ সিনেমা ‘মুক্তি’।
এদিকে শেষের দিকে ‘মন বসেছে পড়ার টেবিলে’ সিনেমার শুটিং। জনপ্রিয় জুটি রিয়াজ-শাবনূর অভিনীত ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত আব্দুল মান্নান পরিচালিত ‘মন বসে না পড়ার টেবিলে’। একই পরিচালক নতুন জুটি নিয়ে নির্মাণ করছেন ‘মন বসেছে পড়ার টেবিলে’। এতে প্রথমবার জুটি হয়েছেন শাহ হুমায়রা সুবাহ ও নিলয়। এছাড়াও আগামী ২০ জানুয়ারি ‘বুবুজান’ ছবির শুটিং শুরুর কথা রয়েছে। ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ‘যোগ্য সন্তান’। ‘মাসুদ রানার’ ছবির শুটিং শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। ১৬ তারিখ থেকে সাভারে শুরু হচ্ছে ‘বিয়ে আমি করবো না’ ছবির শুটিং। জানা গেছে, আরও বেশ কয়েকটি নতুন ছবির শুটিংয়ের পরিকল্পনা চলছে। করোনায় ফেলে আসা বছরটি মোটেও সুখকার ছিল না। বিশেষ করে চলচ্চিত্রের জন্য। করোনা আতঙ্গ ভুলে নতুন বছরটি নিয়ে আশায় বুক বাঁধছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা পুরাতনের সব কষ্ট ভুলে নতুন বছরটি হবে চলচ্চিত্রের জন্য আশা জাগানিয়া বছর।
Leave a Reply