প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করছেন আশির দশকের চিত্রনায়িকা রোজিনা। দীর্ঘ বিরতি পর এই সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে ফিরছেন তিনি। মুক্তিযুদ্ধের সময়কার গল্প নিয়ে নির্মিত হতে যাওয়া এই সিনেমার নাম ‘ফিরে দেখা’। আগেই ঘোষণা করা হয়েছিল সিনেমায় অভিনয় করবেন ইলিয়াস কাঞ্চন, রোজিনা এবং নিরব। এবার এই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবার বড় পর্দায় হাজির হবেন নিরব-স্পর্শিয়া।
অর্চিতা স্পর্শিয়া জমজমাটকে বলেন, ‘মুক্তিযুদ্ধের একটি সত্য ঘটনা নিয়ে এই সিনেমাটি। শনিবার ছবিটির সাথে যুক্ত হয়েছি। আগামী ১ মার্চ রাজবাড়িতে ছবির দৃশ্য ধারণ শুরু হবে। এরই মধ্যে চরিত্রটির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছি। ফেব্রুয়ারি মাস থেকে পুরোদমে হোমওর্য়াক করব। এ ছবিতে নতুন এক স্পর্শিয়াকে দর্শক দেখতে পাবে। আশা করছি দর্শক ভালো কিছু পেতে যাচ্ছে।’
চিত্রনায়ক নিরব জানান, ‘মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে এই সিনেমাটি। তাই অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। এর আগে নায়ক রাজ রাজ্জাক স্যারের পরিচালনায় কাজ করেছি। এবার রোজিনা আপার পরিচালনায় কাজ করতে পারাটাও আমার জন্য বেশ আনন্দের। সবকিছু মিলিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড সিনেমাটি নিয়ে। আশা করি দর্শকরা ভালো একটি কাজ পেতে যাচ্ছেন।’
‘ফিরে দেখা’ সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা। ২০১৯-২০ অর্থবছরে রোজিনা এ সিনেমা নির্মাণের জন্য অনুদান পেয়েছেন। এটি নির্মিত হবে রোজিনা ফিল্মসের ব্যানারে। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এর আগে ‘দোলনা’, ‘জীবনধারা’, ‘রাধাকৃষ্ণ’ সহ বেশ কয়েকটি সিনেমা নির্মিত হয়েছে।
Leave a Reply