কণ্ঠশিল্পী আপন ২০০৬ সালের ১ মে কানাডায় জন্মগ্রহণ করেন। বর্তমানে বাংলাদেশে কানাডিয়ান স্কুলে পড়ছেন তিনি। এরই মধ্যে আপন গান গেয়ে খ্যাতি অর্জন করেছেন। তার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। চ্যানেলটির সাবস্ক্রাইবার এক লাখ অতিক্রম করেছে। এরই স্বীকৃতি হিসেবে ইউটিউব তাকে সন্মাননা হিসেবে সিলভার বাটন দিয়েছে।
এই অর্জনে ভীষণ আনন্দিত এই ক্ষুদে শিল্পী। শুক্রবার রাজধানীর একটি রেস্তরাঁয় কেক কেটে সেই আনন্দ আপনজনদের সঙ্গে ভাগাভাগি করেছেন তিনি। আপনের ইউটিউব চ্যানেলে মৌলিক গান রয়েছে ৪০টি। এর মধ্যে ‘বঙ্গবন্ধু তুমি জাতির পিতা’, ‘এগিয়ে চল বাংলাদেশ’, ‘ও শেখ রাসেল’, ‘আজ আমাদের জাতির পিতার শুভ জন্মদিন’, ‘মাশরাফি তুমি মাশরাফি’, ‘গর্জে উঠো গর্জে উঠো ঢাকা ডাইনামাইট’, ‘মা’ গানগুলো রয়েছে। এর মধ্যে ‘মা’ গানটির ভিউ প্রায় ১ কোটি।
এ প্রসঙ্গে আপন বলেন, ‘দর্শক শ্রোতাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটি এক লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করেছে। সবার কাছে আমি কৃতজ্ঞ। সবার ভালোবাসা নিয়ে আগামীতে আরো ভালো গান উপহার দিতে চাই।’
Leave a Reply