জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান, চিত্রনায়ক জিয়াউল রোশান ও নবাগতা রিয়েলীকে নিয়ে চলচ্চিত্র অঙ্গনের গল্প নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘মেকআপ’। সম্প্রতি সেন্সরে জমা পড়েছিল ছবিটি। মঙ্গলবার ছবিটি নিষিদ্ধ করেছেন বোর্ড সদস্যরা। জানা গেছে, চলচ্চিত্রের মানুষকে বাজেভাবে উপস্থাপন করার অভিযোগে ‘মেকআপ’ ছবিটি নিষিদ্ধ করা হয়েছে।
সেন্সর বোর্ডের এক সদস্য জানান, চলচ্চিত্রের মানুষ মানেই খারাপ এটা ভাবা অন্যায়। আমরা চাই না সারা দেশের মানুষ ছবিটি দেখে ভুল কোনো ধারণা তৈরি করুক। তাই ছবিটি ব্যান করা হয়েছে। তবে এ বিষয়ে লিখিত কোনো নোটিশ এখনো পাননি নির্মাতা মামুন।
সিনেমাটিতে সুপারস্টার নায়কের ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খানকে। আরও রয়েছেন সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, কলকাতার পায়েল মুখার্জি ও বিশ্বনাথ মুখার্জি প্রমুখ। এতে মোট গান থাকছে ৪টি। গানগুলোর শিল্পী-ইমরান মাহমুদুল, ন্যানসি, সিথী সাহা। গান লিখেছেন জাহিদ আকবর, স্যাভি, লিংকন ও অনন্য মামুন। সংগীতপরিচালনা করছেন নাভেদ পারভেজ, কলকাতার স্যাভি ও লিংকন।
Leave a Reply