বাংলা সিনেমার অন্যতম সাড়া জাগানো অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি যেমন নায়িকা হিসেবে সাফল্য পেয়েছেন, তেমনি নানা চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। দুই শতাধিক চলচ্চিত্র দিয়ে দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন তিনি। ব্যক্তিগত জীবনে দিতি বিয়ে করেছিলেন অভিনেতা সোহেল চৌধুরীকে। সেই সংসার ভেঙে যাওয়ার পর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করেন। এই সংসারটিও টেকেনি। শেষ বয়সে দিতি একাই ছিলেন। দিতির দুই সন্তান লামিয়া ও দীপ্ত।
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১৬ সালের ২০ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিত্রনায়িকা দিতি। আজ তার মৃত্যুবার্ষিকী। জাগরণ অনলাইনের পক্ষ থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই গুণী অভিনেত্রীকে।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দিয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁর মরদেহ। ১৯৬৫ সালের ৩১ মার্চ সোনারগাঁওয়ে জন্মগ্রহণ করেন তিনি।
১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন দিতি। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘আমিই ওস্তাদ’। ছবিটি পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু। এরপর দিতি দুই শতাধিক ছবিতে কাজ করেছেন। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে দিতি আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে অভিনয় করে দিতি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
ব্যক্তিগত জীবনে দিতি বিয়ে করেছিলেন অভিনেতা সোহেল চৌধুরীকে। সেই সংসার ভেঙে যাওয়ার পর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করেন। এই সংসারটিও টেকেনি। শেষ বয়সে দিতি একাই ছিলেন। দিতির দুই সন্তান লামিয়া ও দীপ্ত।
Leave a Reply