আজ (মঙ্গলবার) ১১ টায় রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে শাকিব খান অভিনীত নতুন চলচ্চিত্র ‘লিডার: আমিই বাংলাদেশ’ মহরত অনুষ্ঠিত হবে। সেভাবেই সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। কিন্তু আবারও সেই পুরনো রোগ। তারকা মানেই শুটিং সেটে দেরি করে ঢোকা। নিয়মের তোয়াক্কা না করা। চিরচেনা স্বভাবই লক্ষ্য করা গেলো দীর্ঘদিন পর শুটিংয়ে ফেরা শাকিবের। নির্দিষ্ট সময়ের এক ঘন্টা পর তিনি শুটিং সেটে ঢুকেন। আর তার দেরি হওয়াতে মহরতও পিছিয়ে যায়।
১১ টার মহরত শুরু হলো ১ টায়। এতে ক্ষুব্ধ আমন্ত্রিত অন্যান্য অতিথিরা। এদিকে শাকিব খানের মহরত অনুষ্ঠানে সাংবাদিকেরা দেখা যায়নি । দেশের শীর্ষ নায়কের মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিল মাত্র দুজন সাংবাদিক। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহরত অনুষ্ঠানের কোনো ছবি বা ভিডিও চিত্রধারণ করাও ছিল নিষেধ সাংবাদিকদের। এর আগেও শাকিবের বিরুদ্ধে বহুবার শুটিং সেটে দেরি করা, সিডিউল ফাঁসানো সহ বহু অভিযোগ তোলেন একাধিক নির্মাতারা।
Leave a Reply