জমজমাট প্রতিবেদন: এবারের ঈদে অভিনেত্রী আইরিন তানিকে দেখা যাবে পাঁচ নাটকে। এর মধ্যে অন্যতম, নন্দিত নির্মাতা গোলাম সোহরাব দোদুল এর পরিচালনায় দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘বনে ভোজন’ । এটি প্রচারিত হবে দীপ্ত টিভি তে। বনে ভোজন এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও তারিন।
আইরিন তানি বলেন, ‘যদিও করোনা’র কারণে ঈদের অনেক নাটকেই তার কাজ করা হয়নি, কিন্তু আগামী মাস থেকে তিনি নিয়মিত কাজ করবেন। এরই মাঝে বেশ কিছু কাজের প্রস্তাবও পেয়েছেন, যেগুলোর মধ্যে মেগা ধারাবাহিকের পাশাপাশি চলচ্চিত্রও আছে।’
তিনি বলেন, ‘নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে তুলে ধরতে চাই। পরিশ্রম করতে আমার কোনো দ্বিধা নেই। আমি জানি, একজন অভিনেতা কিংবা অভিনেত্রীকে দর্শকদের ভালোবাসা পেতে হলে অনেক পরিশ্রম করতে হয়। চরিত্রটা সঠিকভাবে ফুটিয়ে তুলতে হয়। আমি চাই, ভালো-ভালো নির্মাতাদের সাথে কাজ করতে এবং নিজেকে সমৃদ্ধ করতে। সবার দোয়া থাকলে আমি অবশ্যই সফল হবো।’
সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘বনে ভোজন’ সম্পর্কে আইরিন তানি বলেন, দোদুল ভাই (গোলাম সোহরাব দোদুল) অনেক বড়মাপের নির্মাতা। তার সাথে কাজ করা মানেই কাজ শেখা। এই বিশেষ ধারাবাহিকের গল্পটা চমৎকার। আমি আশাকরি দর্শকদের ভালো লাগবে।
Leave a Reply