শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন
Uncategorized

আবারো আইসিইউতে ‘মিয়াভাই ‘

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২৬ মে, ২০২১
 আবারো শারীরিক অবস্থা অবনতি হওয়ায় খবর পাওয়া গেছে বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মিয়াভাই’খ্যাত আকবর হোসেন পাঠান ফারুকের। বর্তমানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফারুকের স্ত্রী ফারহানা পাঠান আজকালের খবরকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি হোয়াটস অ্যাপে এই প্রতিবেদকের কাছে কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘গত মাসে মাত্র দুই দিনের জন্য কেবিনে আনা হয় ফারুককে। কিন্তু হঠাৎ করে ফের শারীরিক অবস্থা খারাপ হয়। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।’
জানা গেছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেতা। চলতি বছরের ৪ মার্চ সেখানে তাকে ভর্তি করা হয়েছিল। তার স্ত্রী ফারহানা পাঠান আরো বলেন, ‘ফারুক নড়াচড়া করছেন, তবে কম। উন্নতি যা হচ্ছে, তা খুবই ধীরগতিতে। তবে কথাবার্তা কিছু বলছেন।’
তিনি এসময় দেশবাসীর কাছে ফারুকের সুস্বাস্থ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। অপরদিকে ফারুকের অসুস্থতার খবরে এই প্রতিবেদকের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন কিংবদন্তী অভিনেত্রী শবনম, নাসিমা খান, আবু মুসা দেবু, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, পরিচালক শিল্পী চক্রবর্তী। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে অসুস্থ ফারুক। বেশ কয়েকবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেখানে কিডনি বিশেষজ্ঞ ডা. লাইয়ের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নেন। মার্চ মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান আকবর হোসেন পাঠান ফারুক। সেখানে পরীক্ষা করার পর রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। শারীরিক অবস্থা আরও খারাপ হলে ফারুককে আইসিইউতে নেওয়া হয়েছিল। এরপর ২৩ মার্চ পর্যন্ত অবচেতন অবস্থায় ছিলেন তিনি।
১৯৭০ সালে আকবর পরিচালিত ‘জলছবি’ দিয়ে বড় পর্দায় আবির্ভাব ফারুকের। পরবর্তীতে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর নির্দেশে চলচ্চিত্রে নিজেকে সঁপে দেন। এরপর তিনি খ্যাতিমান নির্মাতা ও সংগীতজ্ঞ খান আতাউর রহমানের হাত ধরে করেন ‘আবার তোরা মানুষ হ’, নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’, ‘লাঠিয়াল’, প্রমোদকার গোষ্ঠীর ‘সুজন সখি’, আব্দুল্লাহ আল মামুনের ‘সারেং বৌ, আমজাদ হোসেনের ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, আজিজুর রহমানের ‘জনতা এক্সপ্রেস’ এর মতো কালজয়ী চলচ্চিত্র অভিনয় করেন। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন রাষ্ট্র কর্তৃক আজীবন সম্মাননা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ