সম্প্রতি নির্মিত হলো একক নাটক ‘আমার হলো প্রেম’ নাটকটি রচনা ও পরিচালনায় নাসিম সাহনিক। এ নাটকের গল্পে দেখা যাবে জিদান এবং মিষ্টি মারিয়া একই গ্রামের। তারা দুজন দুজনাকে মনে মনে পছন্দ করে কিন্তু বলা হয়নি । জিদান পড়ালেখার পাঠ চুকিয়ে তাদের গ্রামের কলেজে শিক্ষকতা শুরু করে । জিদান ও মিষ্টি মারিয়ার ভালোবাসার মধ্যে একমাত্র বাঁধা হয়ে দাঁড়ায় মিষ্টি মারিয়ার কাজিন মিথিলা শুরু হয় তাদের ভালোবাসার মধ্যে এক বিশাল দ্বন্দ্ব।
এমনই এক রোমান্টিক গল্প নানা ধরনের ঘটনা ঘটতে থাকে। শীঘ্রই যেকোনো একটা বেসরকারি চ্যানেলে প্রচার হবে। এ তথ্য নিশ্চিত করেন নাটকের পরিচালক নাসিম সাহনিক।
অভিনেতা জিদান বলেন, নাটকটি রোমান্টিক গল্প নিয়ে নির্মিত হয়েছে। অসাধারণ একটি প্রেম কাহিনী।আমার বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করছে মিষ্টি মারিয়া। আশা করছি দশর্কের ভালো লাগবে। অভিনেত্রী মিষ্টি মারিয়া বলেন, ‘আমার হলো প্রেম’ প্রেমের গল্প। পরিচালক সাহনিক গল্পটা বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই।কাজটা অনেক ভালো হয়ছে দশর্ক দেখলেই বুঝতে পারবে।
Leave a Reply