সম্প্রতি শাপলা মিডিয়া প্রযোজিত ‘চোখ’ সিনেমার শুটিং শেষ করেছেন বুবলী। এতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নিরব। নাট্যনির্মাতা আসিফ ইকবাল জুয়েল পরিচালিত এই সিনেমা সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন হালের চিত্রনায়িকা শবনম বুবলী।
২০১৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পান সংবাদ পাঠিকা শবনম বুবলী। এরপরই ঘুরে যায় বুবলীর ভাগ্যের চাকা। রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন তিনি। গড়ে ওঠে শাকিব-বুবলী জুটি। বেশ কয়েকটি সিনেমায় জুটি বাঁধেন তারা। এ পর্যন্ত শাকিব খানের সঙ্গে বুবলীর ছয়টি সিনেমা সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এবারই প্রথম শাকিব খানকে ছাড়া সেন্সরে গেল বুবলীর সিনেমা।
গত বছরের শুরুর দিকে প্রথবার শাকিবের বলয় ভেঙে নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমায় জুটি বাঁধেন বুবলী। সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি এখনো সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়নি।
Leave a Reply