সম্প্রতি গাজীপুর পুবাইলে শুটিং হাউজে নির্মিত হলো একক নাটক ‘মগজে ঘুণপোকা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন লিটু করিম। গতানুগতিক গল্পের বাইরে গিয়ে আমাদের সমাজের ক্ষত দিক গুলো সব সময়ই তার নাটকে তুলে ধরেন লিটু করিম। নেতার ক্ষমতা লোভ. মাদক ব্যবসায়ীদের অর্থ লোভ, কি ভাবে আমাদের সন্তানদের মেধা নষ্ট করছে, কি ভাবে প্রতিদিন আমাদের স্বপ্ন ভাঙছে সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে এ নাটকে।
লিটু করিম জানান, সব কিছু ঠিকঠাক থাকলে নাটকটি এবার ঈদে বাংলাদেশের যে কোন একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। আমি আশাবাদী ‘মগজে ঘুণপোকা’ দর্শক প্রিয়তা পাবে এবং প্রশংসিত হবে। লিটু করিমের ‘মগজে ঘুণপোকা’ নাটকে যারা অভিনয় করেছেন – ফজলুর রহমান বাবু. শতাব্দী ওয়াদুদ ও গোলাম ফরিদা ছন্দা, আতিক রহমান. ইমতু রাতিশ. রাজিব হাসান. শাহীন সিকদার. রতন মাহমুদ. জুয়েল, হাফিজ ও রাইসা রিয়া।
Leave a Reply