সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
Uncategorized

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের চলচ্চিত্র উৎসব শুরু

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ৯ জুন, ২০২১

প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে আয়োজন করতে চলেছে চলচ্চিত্র উৎসব (বিইইউএফএফ)। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনে এই উৎসব বন্ধুত্বের উপহার। আজ ৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই অনলাইন চলচ্চিত্র উৎসবে থাকছে বাংলাদেশের ৭টি ও ইউরোপের ৭টি পূর্ণদৈর্ঘ্য এবং ৭টি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে ৩টি বাংলাদেশি চলচ্চিত্র প্রথমবারের মত বাংলাদেশে দেখানো হবে। বিদেশি চলচ্চিত্রগুলোতে থাকছে বাংলায় সাবটাইটেল। মহামারীর সময়টাতে ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করুন দেশ-বিদেশের ২১টি চলচ্চিত্র। আন্তর্জাতিক নানা উৎসবে চলচ্চিত্রগুলো এরই মধ্যে কুড়িয়েছে প্রশংসা ও আন্তর্জাতিক পুরস্কার।

নারীর ক্ষমতায়ণ, জলবায়ূসহ আরো নানা বিষয় থাকছে চলচ্চিত্রগুলোতে। ভালোবাসা, আবেগ, অনুভূতি, হাস্যরস আর সংঘাতের গল্পগুলো ভাষা ও সীমানার বাধা পেরিয়ে কাছে টানবে দর্শকদের। এর পাশাপাশি বাংলাদেশ ও ইউরোপের চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীদের নিয়ে থাকবে চলচ্চিত্র নির্মাণ ওয়র্কশপ, প্রশ্নত্তোর পর্ব আর তাদের নানান অভিজ্ঞতার গল্প। সব আপডেট পেতে ফিল্ম ফেস্টিভাল ওয়েবসাইট অনুসরণ করুন- https://www.beuff.org/

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ