কন্ঠশিল্পী নীলিমা নিগার সুলতানা। নিয়মিত গান করছেন। বৃহস্পতিবার প্রকাশিত হয় তার নতুন গানচিত্র ‘তোমায় শুধু চাই বান্ধিতে’। জাহাঙ্গীর মির্জার কথায় সংগীত আয়োজন করেছেন গীতিকার নিজেই। তার সঙ্গে ছিলেন টনি হিরা। গানটি গাওয়ার পাশাপাশি এতে মডেল হয়েছেন শিল্পী নিজেই। সম্পাদনায় শাজিবুজ্জামান দিপু ও রং বিন্যাস আশিকুজ্জামান অপু।
গানচিত্রটি শিল্পীর ‘নীলিমার গান’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। বিভিন্ন মনোরম লোকেশনে হয় এর দৃশ্য ধারণ হয়। ভিডিও পরিচালনায় ছিলেন নীলিমা নিজেই। নতুন গান প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘এটি একেবারে ভিন্ন ধাঁচের একটি গান। এতে অন্যরকম মাদকতা খুঁজে পেয়েছি। আশা করছি, শ্রোতা-দর্শকরা নিরাশ হবেন না।’
লিংক সহ : https://youtu.be/8XMMSj3kQDE
Leave a Reply