গতকাল ১২ জুন (শনিবার) সকালে বছিলার গার্ডেন সিটির একটি হাউজে প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল, কাজী হায়াত, রোশান, মিশা সওদাগর, দীপা খন্দকার, সীমান্ত, বুসলি, তনু পান্ডে, নিরঞ্জন, জামাল পাটোয়ারী, ভিলেন জাহিদেরকে নিয়ে ‘রিভেঞ্জ’ ছবির কাজ শুরু করেছেন। প্রথম দিনের শুটিংয়ে বুবলী নেই। জানা গেছে, বসিলা লোকেশনে বুবলীর কোনো কাজ নেই। তাকে নিয়ে কাজ শুরু হবে ১৬ জুন থেকে। লোকেশন কোথায় হবে সেটা পরিচালক নিশ্চিত করে রেখেছেন। তবে জানা গেছে, কেরানীগঞ্জ ও ফরিদপুরে ছবিটির শুটিং হবে।
মহরত অনুষ্ঠানে পূর্বাহ্নে বুবলী বলেছেন, ‘আমার প্রথম সেন্সর পাওয়া ছবি ‘শুটার’।সেই সিনেমার প্রযোজক ছিলেন ইকবাল ভাই। এরপর ‘পাসওয়ার্ড, ‘বীর’ এর পর প্রযোজনায় ‘রিভেঞ্জ’ ছবিটি করতে যাচ্ছি। তবে এ ছবির জন্য বুবলীর ফার্স্টলুক এখনো মুক্তি দেওয়া না হলে ইতোমধ্যে পরিচালক মোহাম্মদ ইকবাল রোশান-এর ফার্স্টলুক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি এখন চলমান রয়েছে। ফার্স্টলুকে রোশানকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। হয়তো প্রতিশোধ নেওয়ার সময় তার এমন পরিস্থিতি হয়েছে।
প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, শাকিব খানকে নিয়ে ছবি বানাতে গেলে যে বিনিয়োগ দরকার সেটা করে বিনিয়োগ তুলে আনা যাবে না। এজন্য তাকে নিয়ে ছবি বানাতে পারছি না। আবার চলচ্চিত্রের সুদিন ফিরে আসলে শাকিবের সঙ্গে কাজ করব। তিনি আরো বলেন, ‘রিভেঞ্জ’ ছবিতে যে চরিত্রটি রয়েছে সেটির রোশানই সঠিক বলে আমার কাছে মনে হয়েছে। এজন্য তাকে নিয়েছি।
যাইহোক রোশানের নতুন লুক মোহাম্মদ ইকবাল ১১ জুন নিজেই ফেসবুকে শেয়ার করেছেন। শেয়ার করেছেন চলচ্চিত্রের গল্পকার আবদুল্লাহ জহির বাবুও। তিনি জানান, ‘রিভেঞ্জ’ অ্যাকশনধর্মী ছবি। সেভাবেই রোশানকে হাজির করা হয়েছে। ‘রিভেঞ্জ’ অ্যাকশননির্ভর ছবি। ফলে রোশানের পাশাপাশি বুবলীকেও মারপিটের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। চলচ্চিত্রটি প্রযোজনা করছে সুনান মুভিজ।
Leave a Reply