আহসান হাবিব নাসিম নাটকের পাশাপাশি মাঝে মধ্যে ছবিতেও অভিনয় করে থাকেন। কিছুদিন আগে রাফির পরিচালনায় ‘দামাল’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ফুটবল খেলাকে প্রাধান্য দিয়ে তৈরি এ ছবিতে একজন ফুটবল কোচের চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। চলতি মাসেই ছবির শুটিং সম্পন্ন হয়েছে।
নাসিম বলেন, এ ধরনের চরিত্রে প্রথম অভিনয় করলাম। ছবিতে পুরুষ ও মহিলা ফুটবল দলের উপস্থিতি রয়েছে। আমি মহিলা ফুটবল দলের কোচ হিসাবে অভিনয় করেছি। শুনেছি শিগগিরিই নাকি ছবিটির অন্য কাজ শেষ করে মুক্তির প্রক্রিয়ার দিকে অগ্রসর হবে। আমি এটি নিয়ে আশাবাদী।
এদিকে এ অভিনেতা আরেকটি ছবিতেও অভিনয় করছেন। এর নাম ‘মুন্সীগীরি’। পরিচালনা করছেন অমিতাভ রেজা। এতে একজন ডিবি অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে। তবে এটির কাজ অসমাপ্ত হয়ে আছে। এছাড়া নাসিম অভিনীত দুটি ধারাবাহিক নাটক টিভিতে প্রচার হচ্ছে। এগুলো হলো বাংলাভিশনে প্রচার চলতি রওনক হাসান পরিচালিত নাটক ‘বিবাহ হবে’ এবং চ্যানেল আইতে সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘দ্য ডিরেক্টর’।
অভিনয়ের পাশাপাশি ‘অভিনয়শিল্পী সংঘ’র সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন তিনি।
Leave a Reply