শুরু হয়েছে জিয়াউল রোশান ও শবনম বুবলীর চলচ্চিত্র ‘রিভেঞ্জ’র কাজ। ১২ জুন বসিলাতে ছবিটির ক্যামেরা ওপেন হয়। এটি পরিচালনা করছেন মো ইকবাল।এদিকে বুবলী ও রোশান সোমবার সকাল থেকেই এফডিসিতে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন। কিন্তু শুটিং সেটে গিয়ে বুবলীকে পুলিশের পোষাকে এ্যাকশন কাটে দেখা যায়। মান্না ডিজিটালে ছবিটির শুটিং সেট করে শুটিং নেওয়া হচ্ছে।
বুবলী বলেন, পুলিশের চরিত্রটিতে এবারই প্রথম অভিনয় করা। খুবই চ্যালেঞ্জিং একটি চরিত্র। কাজটি করতে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। আশা করছি নতুন লুকে নতুন ভাবে দর্শক আমাকে দেখতে পারবে। শুটিং সম্পর্কে মো. ইকবাল বলেন, গত ৮/৯ দিন ধরেই আমরা ছবিটির শুটিং করছি। টানা ১৫ জুলাই পর্যন্ত ক্যামেরা ওপেন থাকবে । আশা করছি টানা ছবির কাজ শেষ হয়ে যাবে ।
‘রিভেঞ্জ’ অ্যাকশননির্ভর ছবি। ফলে রোশানের পাশাপাশি বুবলীকেও মারপিটের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। চলচ্চিত্রটি প্রযোজনা করছে অনুরাগ ট্রেডার্স। এই সিনেমায় শবনম বুবলী ও রোশান ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর, দিপা খন্দকার ও সীমান্ত প্রমুখ।
Leave a Reply