দেশবরেণ্য গীতিকার, নাট্যকার ও লেখক অনুরূপ আইচ নিয়মিত গান লিখে যাচ্ছেন করোনাকালেও। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তার লেখা ‘সুপার ডুপার হট’ শিরোনামের গানটির সুর করেছেন এফএ প্রীতম।
কণ্ঠ দিয়েছেন বর্ষা চৌধুরী। এ গান দিয়েই একযুগ পর আবারও গানে ফিরছেন একসময়ের জনপ্রিয় গায়িকা বর্ষা চৌধুরী। গানটি প্রকাশ হবে সংগীতশিল্পী বর্ষার ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
গান প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, একযুগ আগে আমার লেখা গান ‘হৃদয়ের আয়না’ ভালো সাড়া ফেলেছিল বর্ষার কণ্ঠে। কিন্তু তিনি অনেক বছর নতুন গান প্রকাশ করছেন না। আমার অনুরোধে তিনি আবারও নতুন ‘সুপার ডুপার হট’ গান নিয়ে হাজির হচ্ছেন। এই আইটেম গান শুনে আমাদের দুজনের ভক্তরা অবশ্যই অনেক খুশি হবেন। এদিকে নাটক লেখার কাজেও ব্যস্ত আছেন অনুরূপ আইচ। তার রচিত একাধিক নাটক শীঘ্রই প্রচারে আসবে।
Leave a Reply