ছোট পর্দার দর্শকজনপ্রিয় অভিনয়শিল্পী মীর সাব্বিরের নামের সঙ্গে মিল থাকার কারণে বিনোদন অঙ্গনে সাব্বির আহমেদকে মিডিয়ার সবাই ছোট সাব্বির নামে ডাকে। সাব্বির আহমেদ বিজ্ঞাপনচিত্রে কাজ করে পরিচিতি পান। এখন নাটক–চলচ্চিত্রই নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’তে এবার তোফায়েল আহমেদ চরিত্রটি করার সুযোগ পেলেন। এই রাজনীতিবিদের ২৬ থেকে ৩৩ বছর বয়সী চরিত্রে তাঁকে দেখা যাবে, যখন তিনি ছিলেন ছাত্রনেতা। এরই মধ্যে ভারতের মুম্বাইয়ে প্রথম লটের শুটিংয়ের অংশ কাজ শেষ করেছেন সাব্বির আহমেদ।
অভিনেতা সাব্বির আহমেদ জানালেন, তাঁর সঙ্গে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। দুই দফায় বিএফডিসি ও বাংলাদেশ টেলিভিশন কার্যালয়ে এই ছবির কাস্টিং ডিরেক্টর ও ডিরেক্টরের সঙ্গে দেখা করেন, কথা বলেন। অডিশনেও অংশ নেন। ছয় মাস পর জানতে পারেন, এই চলচ্চিত্রে তাঁকে তোফায়েল আহমেদ চরিত্রের জন্য নির্বাচিত করা হয়েছে। চলচ্চিত্রে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের চরিত্র রূপদান করতে পারাটাকে জীবনের অনেক বড় অর্জন মনে করছেন সাব্বির।
তিনি বলেন, ‘আমরা সবাই জানি, বঙ্গবন্ধুও তাঁকে খুব স্নেহ করতেন। তাঁর রাজনৈতিক জীবন বর্ণাঢ্য। এমন একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে পারাটা আমার জন্য অনেক বড় পাওয়া। চরিত্রটি পর্দায় ঠিকভাবে ফুটিয়ে তুলতে আমি তোফায়েল আহমেদের সঙ্গে কথা বলেছি। তাঁর রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে পড়াশোনা করেছি। নানাভাবে তাঁকে জানার চেষ্টা করেছি। বই পড়ে, ইউটিউব দেখে, কথা বলে তাঁকে জানার এবং বোঝার চেষ্টা করেছি।’
Leave a Reply