করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের ঘোষিত কঠোর বিধিনিষেধে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) সব ধরনের শুটিং আগামী সাতদিন বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬ টা থেকে শুরু হচ্ছে এই লকডাউন। বুধবার (৩০ জুন) জারিকৃত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব রেজাউল ইসলাম।
১ থেকে ৭ জুলাই পর্যন্ত চলবে এই কঠোর বিধিনিষেধ। এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া গণমাধ্যমকে জানান, প্রজ্ঞাপন অনুযায়ী আগামী সাতদিন এফডিসির দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে; সেই সঙ্গে সব ধরনের শুটিংও বন্ধ থাকবে। তবে এফডিসির বাইরে কোনো শুটিং চলবে কি না- তা নিয়ে নিশ্চিত কোনো জানায়নি এফডিসি কর্তৃপক্ষ। চলতি মাসে বেশ কয়েকটি চলচ্চিত্রের দৃশ্যধারণ হয়েছে এফডিসিতে। কঠোর বিধিনিষেধে সেসব চলচ্চিত্রের দৃশ্যধারণও বন্ধ থাকছে আগামী সাত দিন। এর আগে গত বছর করোনা মহামারীর কারণে এফডিসিতে প্রায় তিন মাস ধরে সব ধরনের চলচ্চিত্রের শুটিং বন্ধ ছিল।
Leave a Reply