প্রথম অ্যালবাম ‘মাধবী কি ছিল ভুল’ দিয়েই ব্যাপক পরিচিতি পান সংগীতশিল্পী আতিক হাসান। সময় ছিল ২০০০ সাল। এরপর ‘বুঝনি ভুল করে কোনোদিনই আমাকে’, ‘চন্দনা ফিরে আসবে না’, ‘প্রিয়া তোমার মন বলে কিছু নেই’, ‘ফিরে আয় পিয়া’, ‘মৌসুমী ভালোবাসি আমি’, ‘ওরে আমার ময়না’সহ অন্যান্য অ্যালবামগুলোও তাকে এনে দিয়েছে জনপ্রিয় তারকার খ্যাতি। প্রায় ৫০টি ছবিতেও গান করেন তিনি।
সর্বশেষ ইথুন বাবুর কথা ও সুরে ‘মাঝে মাঝে’ শিরোনামে তার কণ্ঠের একটি গান প্রকাশ হয়। এক সময়ের ব্যস্ত এ গায়ক এখন কেমন আছেন? খোঁজ নিয়ে জানা গেছে, করোনার কারণে একেবারেই স্টেজ শোবিহীন সময় কাটছে তার।
তিনি বলেন, ‘গান নিয়ে আমার যে স্বপ্ন ছিল তার চেয়ে অনেক বেশিই পূরণ হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন শিল্পীর যে স্বপ্ন থাকতে পারে, তার চেয়েও বেশি পেয়েছি আমি। এ জন্য গানপ্রেমী শ্রোতা-ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আজীবন গানই করে যেতে চাই আমি।’
Leave a Reply