শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছাত্র-সমন্বয়কদের পরিকল্পিতভাবে হত্যা চেষ্টায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ ও সমাবেশ বিচ্ছেদের পর, বচ্চন পরিবার নতুন বাসস্থান গড়তে যাচ্ছে ! ট্রাম্পকে হারাতে এবার প্রচারে নেমেছে নীল ছবির তারকারা ছাত্র আন্দোলনের নামে দেশ-বিরোধী জঙ্গি-সন্ত্রাসী ষড়যন্ত্র  পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে আগ্রহী শাকিব শাফিনের প্রথম জানাজা সম্পন্ন যুক্তরাষ্ট্রে “আলফার” সেটে ১০০ নিরাপত্তারক্ষী প্রসেনজিৎ কেন থাপ্পড় মেরেছিলেন শর্মিলা ঠাকুরকে! ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে অভিষেকের প্রতিক্রিয়া ঘিরে চর্চা!
Uncategorized

লকডাউনে রাস্তায় নাটকের শুটিং, থানায় মুচলেকা দিয়ে ছাড় পেলেন

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

পরিচালক নাসিরউদ্দিন মাসুদ কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি ভেঙে রাস্তায় শুটিং করায় তিনি সহ তার নাটকের শুটিং ইউনিটের ডজন খানেক সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার পর মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে খিলগাঁও থানা পুলিশ। খিলগাঁও থানার ওসি জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁওয়ের সি ব্লকে শুটিংয়ের সময় ভিড় হওয়ায় পরিচালকসহ ইউনিটের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

ওসি ফারুকুল আলম বলেন, শুটিংয়ের আশেপাশে অনেক লোকজন হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে আসা হয়েছিল। অনুমতির কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি। জিজ্ঞাসাবাদের জন্য যাদের থানায় নেওয়া হয়েছিল তাদের মধ্যে পরিচালক নাসিরউদ্দিন মাসুদসহ নাটকের চিত্রগ্রাহক ও কলাকুশলীরা ছিলেন। তাদের ছাড়িয়ে আনতে সোমবার সন্ধ্যায় খিলগাঁও থানায় গিয়েছিলেন অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর। হাসান জাহাঙ্গীর বলেন, নাসির উদ্দিন মাসুদের ওই নাটকের শুটিয়ে ১২ জনের মত কলাকুশলী ছিলেন। ঘটনা জানতে পেলে তিনি সন্ধ্যায় থানায় যান। স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার সহযোগিতায় মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন। পুলিশ কাগজপত্র না পাওয়ার কথা বললেও পরিচালক নাসিরউদ্দিন মাসুদ দাবি করেছেন, শুটিংয়ের অনুমতি তাদের ছিল।

তিনি বলেন, আমাদের পারমিশন নেওয়া ছিল। থানায় গিয়ে কথাও বলা ছিল। কিন্তু সেটা ডিসি সাহেবের নজরে ছিল না। সে কারণে থানায় গিয়ে লিখিত দিয়ে চলে এসেছি। নাটকের নাম জানতে চাইলে তা বলতে রাজি হননি নাসিরউদ্দিন মাসুদ। বিষয়টি নিয়ে ছোট পর্দার ১৪ সংগঠনের মোর্চা এফটিপিও এক বিবৃতিতে রাস্তা-ঘাটে শুটিং বন্ধের আহ্বান জানিয়ে নির্মাতা-কলাকুশলীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে; তা না হলে শুটিং বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শুটিং হাউজের ভেতরে, টেলিভিশনের ছাড়পত্র নিয়ে টিভি নাটকের শুটিংয়ের অনুমতি দেওয়া হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে। তবে তবে কেউ কেউ বিধি ভেঙে লকডাউনের মধ্যে রাস্তা-ঘাটেও শুটিং করছেন বলে অভিযোগ রয়েছে।

তাদের সতর্ক করে এফটিপিও বলছে, “যারা কঠোর লকডাউন উপেক্ষা করে উন্মুক্ত স্থানে (রাস্তা-ঘাটে) চিত্রধারণের কাজ করছেন, তাদের অবিলেম্বে তা বন্ধ করার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু আপনারা অনেকেই মানছেন না। খিলগাঁও এলাকায় রাস্তায় শুটিং করতে গিয়ে পুলিশের হাতে শুটিং ইউনিট গ্রেপ্তার (আসলে গ্রেপ্তার নয়, জিজ্ঞাসাবাদ) হয়। তাদেরকে সাংগঠনিকভাবে থানা থেকে ছাড়িয়েছি।এহেন কর্মকাণ্ডে সমাজ এবং রাষ্ট্রের কাছে শিল্পী-কলাকুশলীদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা কখনোই কাম্য হতে পারে না। রাস্তা-ঘাটে চিত্রধারণের কাজ যদি আপনারা বন্ধ না করেন তাহলে আমরা সকল প্রকার চিত্রধারণের কাজ বন্ধ করার

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ