সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
Uncategorized

প্রকাশ পেল বুবলী ও রোশানের ‘তুমি বললে’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
 সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে ‘চোখ’ ছবির টিজার। আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় এবার মুক্তি পেল ছবিটির একটি গান। গত ৫ জুলাই মুক্তি পয়েছে ‘তুমি বললে’ শিরোনামের একটি গান। রাজিব হাসানের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার, গেয়েছেন কোনাল ও তুষার। গানটির ভিডিওতে দেখা গেছে ছবির নায়িকা শবনম বুবলী ও অন্যতম অভিনেতা রোশানকে।
রোশান বলেন, ‘“চোখ”-এর টিজারটি দর্শক পছন্দ করেছেন। এবার গানটি মুক্তি পেয়েছে, রোমান্টিক একটি গান। দর্শক দেখুক, মত দিক। শুটিংয়ের সময়েই গানটি পছন্দ হয়েছিল আমার। আশা করছি দর্শকদের ও পছন্দ হবে। হরর রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি ‘চোখ’। এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। এখন মুক্তির জন্য প্রস্তুত। শিগগিরই ছবির আরও তিনটি গান ‘বুকের ডাক বাক্স’, ‘মন দুয়ারে, ‘মন কিছু মানে না’ ও ট্রেলার প্রকাশিত হবে।
বাকি গানগুলো গেয়েছেন এলিটা, কণা, সালমান, পল্লবী রায় ও জি এম আশরাফ। ছবিটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নিরব, জাহিদ ইসলাম প্রমুখ।
গানের লিংক- https://www.youtube.com/watch?v=aXlIpCrhkLQ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ