আজিজুল হাকিম ও ফেরদৌস আহমেদ, দু’জন দুই পৃথিবীর মানুষ। অর্থাৎ আজিজুল হাকিম নাট্যাঙ্গনের এবং ফেরদৌস আহমেদ চলচ্চিত্রাঙ্গনের। মিডিয়াতে ফেরদৌসের পথচলার শুরু থেকেই আজিজুল হাকিমের সঙ্গে বেশ চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে দু’জনের একসঙ্গে কোনভাবেই কখনো একসঙ্গে কাজ করা হয়ে উঠেনি। এবারই প্রথম তারা দু’জন তারিকুল ইসলামের পরিচালনায় একটি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের রডের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।মানিকগঞ্জের একটি স্কুলে বিজ্ঞাপনটির শুটিংও শেষ করেছেন তারা দু’জন। দেশের প্রায় সবগুলো চ্যানেলে এরইমধ্যে বিজ্ঞাপনটির প্রচারও শুরু হয়েছে।
বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন,‘ অনেকদিন পর চমৎকার একটি গল্পের বিজ্ঞাপনে কাজ করেছি। বিজ্ঞাপনটি প্রচারের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। ফেরদৌসের সঙ্গে এবারই প্রথম কোন কাজ হলো। আমার ছাত্রের ভূমিকায় বিজ্ঞাপনটিতে সে মডেল হিসেবে কাজ করেছে। একদিন শুটিং করেছি আমরা। কিন্তু কাজটি বেশ উপভোগ্য ছিলো। ধন্যবাদ নির্মাতা তারিকুল ইসলামকে এতো চমৎকার একটি কাজ করার জন্য। ফেরদৌসের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি, এটা বলতেই হয়।’
ফেরদৌস বলেন,‘ আমার মনেপড়ে গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি সিনেমায় হাকিম ভাই ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু আমার সেই ছোট্ট চরিত্রের অভিনয়টুকুই এখনো মনে গেঁথে আছে। শুরু থেকেই তাকে দেখে এসেছি যে তিনি একজন সৎ মানুষ। কাজের প্রতি নিষ্ঠাবান একজন মানুষ। সর্বোপরি তিনি একজন ভালো মানুষ। তারসঙ্গে শুরু থেকেই আমার হৃদ্যতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যদিও আমরা একদিন শুটিং করেছি। কিন্তু সময়টা আমরা সত্যিই ভীষণভাবে উপভোগ করেছি।’
নির্মাতা তারিকুল ইসলাম বলেন,‘ এই বিজ্ঞাপনের মূল আকর্ষণ হাকিম ভাই এবং ফেরদৌস ভাই। তাদের দু’জনের কারণে বিজ্ঞাপনটি দর্শকের কাছে দারুণভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। আগামীতেও হাকিম ভাই, ফেরদৌস ভাইকে নিয়ে কাজ করতে আগ্রহী আমি।’ বিজ্ঞাপনটিতে আরো অভিনয় করেছেন নূসরাত ও শিশুশিল্পী দিহান। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন নাভিদ খান চৌধুরী। এদিকে আজিজুল হাকিম এরইমধ্যে ওয়ালটন গ্রুপে যোগ দিয়েছেন। কায়সার আহমেদ’র পরিচালনায় প্রচার শেষ হওয়া বকুলপুর’ ধারাবাহিকে অভিনয় করবেন তিনি শিগগিরই। এদিকে চিত্রনায়ক ফেরদৌস অভিনীত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ রয়েছে মুক্তির অপেক্ষায়। দু’টি সিনেমায় তার বিপরীতে রয়েছেন পূর্ণিমা।
Leave a Reply