‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’-এক সময় এ গানটি শ্রোতাদের ঠোঁটে লেগে থাকত। এখনো কোথাও গানটি প্রচার হলে মুগ্ধতা নিয়ে সেটি শোনেন দর্শক-শ্রোতা। এ গানেরই গায়ক টি ডব্লিউ সৈনিক। পেশায় তিনি সিনেমাটোগ্রাফার। কিন্তু গানের প্রতি অদম্য ভালোবাসা থেকে এক সময় সোহেল আরমানের লেখা এবং ইবরার টিপুর সুর ও সংগীতায়োজনে এ গানটি কণ্ঠে তোলেন। তারপরের ঘটনা ইতিহাস। এরপর অনেক গান গেয়েছেন সৈনিক। মাঝে অসুস্থ ছিলেন। কিছুটা সুস্থ হয়ে আবারও নতুন যুদ্ধে শামিল হওয়ার জন্য নিজেকে তৈরি করেছেন। আশির দশকের খ্যাতনামা ব্যান্ডদল ‘ইনসাইট’র বিখ্যাত ‘হে প্রভু দেখা দাও’ গানটি এবার নিজের কণ্ঠে তুলেছেন সৈনিক। আলাউদ্দিন আল আসাদের লেখা ও সুর করা এ গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার। বর্তমানে চলছে মিক্স মাস্টারিংয়ের কাজ।
এ গান প্রসঙ্গে টি ডব্লিউ সৈনিক বলেন, ‘ছোটবেলায় এ গানটি বহুবার শুনেছি। তখন থেকেই এর প্রতি ভালোলাগার মোহে আটকে আছি। ইচ্ছা ছিল একদিন আয়োজন করে হলেও গানটি করব। এবার সেই ইচ্ছা পূরণ করেছি। আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছেন শ্রদ্ধেয় পার্থ মজুমদার দাদা। আমি তার প্রতি ঋণী হয়ে গেলাম।’ ঈদের আগেই গানটি প্রকাশ পাবে। এ ছাড়া শিগ্গির বাপ্পা মজুমদারের সুরে নিজের লেখা ও কণ্ঠে শিশুদের নিয়ে একটি গান প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply