মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যা ৭ টায় প্রকাশ পেল ‘ঈদ মোবারক’ শিরোনামে মিউজিক ভিডিও।গানটি লিখেছেন কাজী শাহীন। সুর ও সঙ্গীত করেছেন রবিন ইসলাম। কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী তন্বী কেয়া।মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন চিত্রপরিচালক জয় সরকার।’ঈদ মোবারক’ গানটিতে মডেল হিসাবে কাজ করেছেন চিত্রনায়িকা সানিয়া জামান জারা – সজিব খান।কোরিওগ্রাফিতে ছিলেন মাইকেল বাবু ও রতন।গানটি ঈদে উপলক্ষে নাজ মাল্টিমিডিয়া বিডি ইউটিউব চ্যানেলে অবমুক্তো করা হইলো। চিত্রনায়িকা জারা বলেন, ঈদ মোবারক শিরোনামে গানটি শুনেছি খুব ভালো লাগছে সঙ্গে সঙ্গে কাজটি করতে রাজি হয়ে যাই। প্রথমবারের মত সজীব খানের সাথে কাজ করলাম।রসায়নটা ভালো ছিলো। আশা করছি দর্শকরা গানি ভালো ভাবে নিবে। মডেল ও অভিনেতা সজীব খান বলেন,চিত্রনায়িকা জারা’র সাথে প্রথম কাজ।গানটির কোরিওগ্রাফার মাইকেল বাবু কাজটি ধরে ধরে করাইছেন। আশা করছি দর্শদের ভালো লাগবে। কোরিওগ্রাফার মাইকেল বাবু বলেন, ‘ঈদ মোবারক’ গানটি ঈদুল আযহা ধামাকা। প্রথমবারের মত জুটি বেঁধে কাজ করেছেন জারা ও সজীব। দুজনই আমার ছাত্র-ছাত্রী ধামাকা দিয়ে কাজটি করেছেন বাকিটা দশর্করা বিচার করবে।
Leave a Reply