সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
Uncategorized

এবার নিজের গানে মডেল হবেন মেজবা

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

আগামীতে নিজের কিছু গানে মডেল হবেন সঙ্গীতশিল্পী মেজবা। সাম্প্রতিক স্বনামধন্য সফল প্রযোজনা প্রতিষ্ঠান বসঙ্গীতার ইউটিউব চ্যানেল থেকে সুন্দর মিউজিক ভিডিও সহ প্রকাশ হয়েছে এ সময়ের সঙ্গীতশিল্পী মেজবার নতুন গান “বোঝেনা সে বোঝেনা”। গানটি লিখেছেন সালাহউদ্দীন সাগর এবং সুর- সঙ্গীত করেছেন আহমেদ সজীব। মডেল হয়েছেন সুজন হাবিব ও তামান্না সরকার। গানটি বেশ সাড়া ফেলেছে।

এর পূর্বে স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত মেজবার কিছু উল্লেখযোগ্য গান হলো : মেধাবী জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচের লিখা “ঝরছে বৃষ্টি” গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী আর্শি এবং বিখ্যাত গীতিকার অনুরূপ আইচের লিখা ও সুরে “ফটো”, সালাহউদ্দিন সাগরের লিখা ও এফ এ প্রীতম এর সুরে হিন্দি গান “প্রিয়া”, এই হিন্দি গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু। এছাড়াও এস কে সাগর সানের লিখা ও সুরে “ভালোবাসি”, বাধন রাজের লিখা ও সুরে “কত সুখে আছি আমি”। এর বাহিরেও মেজবার নিজের লিখা ও সুরে ” একটু শোন” ” চুপটি করে, “লাভার বয়” এবং “ইশারা”, এই ইশারা গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী বৃষ্টি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ