সোমবার ( ২৬ জুলাই) ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ১ টায় চ্যানেল নাইনে প্রচার হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘বালা’। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন অনিক বিশ্বাস।’বালা ” টেলিফিল্মটি প্রযোজনা করেছে ভিন্টেজ মাল্টিমিডিয়া & এস পি পি এল চেয়ার। আমাদের সমাজে ঘটে যাওয়া চারপাশের গল্প নিয়েই টেলিফিল্ম ‘বালা’। এবার এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করলেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা রাশেদ মামুন অপু। ”
অভিনেতা রাশেদ মামুন অপু বলেন, গল্পটি আমার ভীষণ ভালো লেগেছে তাই কাজটি বাড়তি যত্ন নিয়ে করার চেষ্টা করেছি। নির্মাতা অনিক বিশ্বাস আমাকে সব দিক থেকেই সহযোগিতা করেছে।
এ প্রসঙ্গে নির্মাতা অনিক বিশ্বাস বলেন, আমি বরাবরই মত ব্যতিক্রম ধরনের টেলিফিল্ম নির্মান করি তারই ধারাবাহিকতায় নির্মান করেছি ‘বালা’। শুধু বলবো ‘বালা’ এখন পর্যন্ত আমার অন্যতম একটি সেরা কাজ। টেলিফিল্মে আরো অভিনয় করেছেন সঞ্চিতা দত্ত, সাহিল মোহাম্মদ, জিনিয়া জিনি, লিজা খানম, সেলজুক, ফারিয়া, রিগান সহ আরো অনেকে।
Leave a Reply