জমজমাট প্রতিবেদক: সিনেমা হল খুললেই প্রথম সপ্তাহে মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত তারকাবহুল সিনেমা ‘এ দেশ তোমার আমার’। ২০০৯ সালে ছবিটির শ্যুটিং শুরু হয়ে শেষ হলেও ছবিটি মুক্তি দেওয়া হয়নি। তবে দীর্ঘ ১২ বছর পর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। তারকাবহুল ছবিটি নির্মাণ করেছেন অসংখ্য ব্যবসা সফল ছবির পরিচালক এফ আই মানিক। অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল, পারভীন সুলতানা দিতি, মিজু আহমেদ, সোহেল রানা, জায়েদ খান, ডিজে সোহেল, আলী রাজ, রুমানা খান, রুমানা রাব্বানী, রোমানা নীড়, রাবিনা বৃষ্টি, আমান রেজা, আন্না, শাকিল রাজ আরো অনেকে।
দিতির মৃত্যুর প্রায় সাড়ে চার বছর পর ছবিটি মুক্তি পাবে। এত দেরি হওয়ার কারণ কী? এমন প্রশ্নের জবাবে পরিচালক এফ আই মানিক বলেন, ‘দিতি মারা যাওয়ার কয়েক মাস আগে আমরা ছবিটির শ্যুটিং শেষ করেছি। ছবিটি ৩৫ মিলিমিটারে শ্যুট হয়েছিল। ট্রান্সফার করে ডিজিটাল করা হয়েছে। তা ছাড়া ডিপজল সাহেব মাঝখানে কিছুদিন অসুস্থ থাকায় ছবির কাজ আর শেষ করতে পারিনি। যে কারণে দেরি হয়ে গেছে।’
ডিপজল জানান, ‘হল খোলার প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দেব। এরইমধ্যে ছবির যাবতীয় সম্পাদনার কাজ শেষ হয়েছে। ছবির গানগুলো চমৎকার হয়েছে। দেশ নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। ডাবিং করতে গিয়ে কেঁদেছি। ছবিটি সবার হৃদয় ছুয়ে যাবে। গ্যারান্টি দিয়ে বলতে পারি হল বিমুখ দশর্ককে, ছবিটি হলে আসতে বাধ্য করবে। এখন অপেক্ষায় সিনেমা হল খোলার।’
Leave a Reply