গত ২৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে জি সিরিজ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে জুঁই’র ‘তোমাকে ঘিরে সব’ মিউজিক ভিডিও। গানটি কয়েক বছর আগে রেকর্ড করা হলেও কিছুদিন মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। গানটি গীতিকার স্নেহাশিষ ঘোষ সুর করেছেন শেখ মোহাম্মদ রেজওয়ান গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী রোবেনা রেজা জুঁই ও মোহাম্মদ জসিউর রহমান সেতু।
গানটি জি সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এ প্রসঙ্গে রোবেনা রেজা জুঁই বলেন, আমি একটু টেনশনে আছি। দর্শকেরা আমার অভিনয় দেখেছে। ‘তোমাকে ঘিরে সব’ গানটি আমার প্রথম গাওয়া গান দর্শকেরা ভালো ভাবে নেবে কিনা, এই নিয়ে। তবে দর্শকেরা গানটিকে উপভোগ করছে । গান ও মিউজিক ভিডিও আমরা খুব যত্নসহকারে করার চেষ্টা করেছি। জুঁইয়ের ‘তোমাকে ঘিরে সব’ দর্শক এবং শ্রোতাদের ভালো লাগছে প্রশংসা কুঁড়াচ্ছে।
Leave a Reply