রোববার (১ আগষ্ট) চিত্রনায়িকা একার রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা গৃহকর্মীকে হত্যাচেষ্টা মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঢাকা-দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিম এ আদেশ দেন। শনিবার (৩১ জুলাই) চিত্রনায়িকা একা কে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নিজ বাসা থেকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।
চিত্রনায়িকা একা ১৯৯৭ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয়। এরপর চিত্রনায়ক মান্নার সঙ্গে জুটি বেঁধে ‘তেজী’ সিনেমায় হাজির হলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এক মান্নার, রুবেল, আলেক জান্ডার বো সঙ্গেই টানা বেশি কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা একা।
Leave a Reply