আজ থেকে আবার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে চিত্রনায়িকা পরীমনি ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকে । বৃহস্পতিবার সকাল থেকে র্যাব সদর দপ্তরে কর্মকর্তারা তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করছেন। তাদের নামে একাধিক মামলা করা হবে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ জানিয়েছেন, পরীমনি ও নজরুল রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। এ ছাড়া নথিপত্র যাচাই–বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা হতে পারে।
বুধবার রাতে নায়িকা পরীমনিকে আটক করা হয়। তার বাসা থেকে বিপুল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরপর প্রযোজক নজরুল ইসলাম রাজকে তার কার্যালয় থেকে আটক করা হয়। র্যাব বলছে, পরীমনির বিরুদ্ধে বাসায় মাদকদ্রব্য থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
নজরুল রাজের বিরুদ্ধে অভিযোগ, তিনি মাদকের আসর বসিয়ে সেখানে আসা বিত্তবান ব্যবসায়ী ও উচ্চবিত্তের সন্তানদের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেলিং করে মোটা অঙ্কের টাকা আদায় করতেন।
Leave a Reply