জমজমাট প্রতিবেদক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান ও তার স্ত্রী। করোনায় আক্রান্ত হবার খবরটি নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের সন্মানিত সদস্য অসংখ্য জনপ্রিয় ও সফল ছবির পরিচালক সোহানুর রহমান সোহান ও তার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা করছি এবং সকলের নিকট দোয়া কামনা করছি।
উল্লেখ্য, সোহানুর রহমান সোহান ১৯৭৭ সালে পরিচালক শিবলি সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি শহীদুল হক খানের কলমিলতা ১৯৮১), এজে মিন্টুর অশান্তি (১৯৮৬) ও শিবলি সাদিকের ভেজা চোখ (১৯৮৮) চলচ্চিত্রে সহকারী হিসেবে কাজ করেন। একক ও প্রধান পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র বিশ্বাস অবিশ্বাস (১৯৮৮)। পরিচালনায় তার প্রথম সফলতা আসে কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩) দিয়ে।
Leave a Reply