বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতি। বেলা ২টায় তারা সেখানে উপস্থিত হন।
এ সময় উপস্থিত ছিলেন- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, সহ-সভাপতি নায়ক রুবেল, সাধারণ সম্পাদক জায়েদ খান, অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, সুব্রত, মাসুম বাবুল, দিলারা ইয়াসমিন, আলেকজান্ডার বো, জ্যাকি আলমগীর, ফরহাদ, মারুফ আকিব, জয় চৌধুরী সহ অনেকেই।
জায়েদ খান বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। আজ তার জন্য আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশের জন্য কাজ করে গেছেন। এর আগে ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির অগ্রগতির জন্য শিল্পী সমিতি থেকে দোয়া কামনা করা হয়।
Leave a Reply