জমজমাট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে বইছে তুমুল ঝড়। তার মৃত্যুর পেছনে কারও কলকাঠি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার মৃত্যুর কারণ হিসেবে একটি নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সবখানে, আর তিনি হলেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। যখন রিয়াকে নিয়ে চারদিকে আলোচনা ঠিক তথনই সুশান্তের সঙ্গে রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করলেন রিয়া নিজেই।
রিয়ার প্রকাশ্যে আনা হোয়াটসঅ্যাপ চ্যাট অনুযায়ী, সুশান্ত বলেছিলেন, তাঁর মনে হচ্ছে দিদি প্রিয়াঙ্কা বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করছেন।
রিয়ার সঙ্গে সুশান্তের কথোপকথন শুরুতে অভিনেতা রিয়া ও তাঁর ভাইয়ের প্রশংসা করেছেন। সুশান্ত বলেছেন, তোমার পরিবারটা তো বেশ কাব্যিক। তোমার ভাই শৌমিক বেশ সহানুভূতিশীল এবং তুমিও, আর তোমরা দুজনেই আমার। তোমরা আমার জগতে পরিবর্তন আনার জন্য যথেষ্ঠ। তুমি আমার চারপাশে থাকলে আমি এবং আমার বন্ধুরা আনন্দে থাকবো, এবং ভালো থাকবো।
Leave a Reply