বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছাত্র-সমন্বয়কদের পরিকল্পিতভাবে হত্যা চেষ্টায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ ও সমাবেশ বিচ্ছেদের পর, বচ্চন পরিবার নতুন বাসস্থান গড়তে যাচ্ছে ! ট্রাম্পকে হারাতে এবার প্রচারে নেমেছে নীল ছবির তারকারা ছাত্র আন্দোলনের নামে দেশ-বিরোধী জঙ্গি-সন্ত্রাসী ষড়যন্ত্র  পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে আগ্রহী শাকিব শাফিনের প্রথম জানাজা সম্পন্ন যুক্তরাষ্ট্রে “আলফার” সেটে ১০০ নিরাপত্তারক্ষী প্রসেনজিৎ কেন থাপ্পড় মেরেছিলেন শর্মিলা ঠাকুরকে! ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে অভিষেকের প্রতিক্রিয়া ঘিরে চর্চা!
Uncategorized

অপু বিশ্বাসের জন্মদিনে ভক্তদের আয়োজন

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ পার্টির আয়োজন করেছেন অপু বিশ্বাসের একনিষ্ঠ ভক্তদের একটি দল ‘টিম অপু বিশ্বাস’। জন্মদিনের একদিন আগেই এই পার্টির আয়োজন করে তারা প্রিয় তারকাকে চমকে দিয়েছেন।

একদিন আগে জন্মদিন পালনের কারণ জানিয়ে ‘টিম অপু বিশ্বাস’র লিডার জামশেদ বলেন, ‘দীর্ঘদিন থেকেই আমি অপু দিদির ফেইসবুক গ্রুপ পরিচালনা করি। আমার সঙ্গে দিদির আরো অনেক ফ্যান রয়েছে, তাদের নিয়ে আমরা এই সারপ্রাইজ পার্টির আয়োজন করেছি। আগের দিন করার কারণ হলো, বিশেষ এই দিনটিতে দিদি ভীষণ ব্যস্ত থাকবেন। তাই আমরা আগের দিন আয়োজন করেছি।’

আজ ১১ অক্টোবর অপু বিশ্বাসের জন্মদিন। এ উপলক্ষে এই চিত্রনায়িকা তেমন কোনো আয়োজন করেননি। গতকালই ‘টিম অপু বিশ্বাস’ তার জন্মদিন উদযাপন করেন। রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে কেক কেটে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন এই অভিনেত্রী। প্রথমে ফুল ছিটিয়ে অপুকে বরণ করে নেন ভক্তরা। সাভার, পিরোজপুর, রংপুর, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, ফরিদপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধশত ভক্ত আসেন অপু বিশ্বাসকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। ফুলসহ বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আসেন তারা। এ সময় প্রিয় তারকাকে কাছে পেয়ে আবেগে কেঁদে ফেলেন অনেকে। অপু তাদের কাছে টেনে নেন।

এ সময় প্রবাসী বাঙালি ভক্তরাও ফোনে অপুর সঙ্গে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এমন হাসি-কান্নার মধ্য দিয়েই টিম অপু বিশ্বাস আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানের পর্দা নামে। এই পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন জামশেদ। তিনি বাহরাইন থেকে ভার্চুয়ালি এতে অংশ নেন। এ দিকে বাংলাদেশে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেম ওয়াসিম রানা। টীম অপু বিশ্বাসের অনুরোধে অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশি চলচ্চিত্র বিষয়ক অনলাইন ভিত্তিক সংগঠন ‘বিডি ফিল্মবাজ টীম’র লিডার সেলিম শাকিব।

অপু বিশ্বাস এ প্রসঙ্গে বলেন, ‘আজ আমি অপু বিশ্বাস হয়েছি ভক্তদের কারণে। তাদের ভালোবাসা পেয়েই আজ আমি অপু বিশ্বাস। আজকে আমার জন্মদিনের পার্টি ভক্তরা করেছেন।এটা আমার জন্য অনেক বড় পাওয়া।সবার ভালোবাসা নিয়ে যেন সারা জীবনে বেঁচে থাকতে পারি এই প্রত্যাশা।’

ঢাকাই চলচ্চিত্রের বিউটি কুইন অপু বিশ্বাস এক দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে কাজ করছেন। এ পর্যন্ত প্রায় ১০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দর্শকদের উপহার দিয়েছেন ব্যবসাসফল সিনেমা।

২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। একের পর এক উপহার দিয়েছেন সফল সিনেমা। শাকিব-অপু বাংলা সিনেমার সর্বশেষ সফল জুটি।

অনুষ্ঠানে ভক্তদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আল- আমিন, শাকিব বিশ্বাস, সামির, তৌহিদ, অলিউর, হাবিবুর, মোতালেব, জাহিদ, জুয়েল, তন্ময়, মামুনুর, রিয়াজ, ফারদিন, রুহুল আমিন, তাসনিম, তানিয়া, সন্ধ্যা, নিলা, তনু, জিনিয়া, স্বর্ণা, আদরেবা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ