জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। ঢাকাই চলচ্চিত্রে তিন দশকেরও বেশি সময় ধরে দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন। নন্দিত এ অভিনেতা চলচ্চিত্রে অভিনয় করলেও টেলিভিশন নাটকে বা টেলিফিল্মে দেখা যায় না তাকে। যদিও এক সময় নাটকেও অভিনয় করেছেন। দীর্ঘ দিন পর বড়পর্দার এ তারকা ছোটপর্দায় অভিনয় করলেন। নাম ‘আতর রাশি ও দুষ্ট বালিকারা’। তারিক মুহাম্মদ হাসানের পরিচালনায় এ ধারাবাহিকে ‘ইনসাফ ভাই’ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে।
এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘এর আগেও নাটকে কাজ করেছি। অনেকদিন পরে আবার একটি ধারাবাহিকে কাজ করলাম। এর গল্প এতোটাই ভালো লেগেছে যে আর না করতে পারিনি। সিনেমায় যে পারিশ্রমিক নিয়ে থাকি এতেও তাই নিয়েছি। আমার বিশ্বাস সবাই ধারাবাহিকটি পছন্দ করবে।’
আগামী ১৯ আগস্ট থেকে সপ্তাহে বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে নাগরিক টেলিভিশনে প্রচার হবে নাটকটি। এ ধারাবাহিকে আরো অভিনয় করেছেন চম্পা, নাবিলা ইসলাম, প্রিয়াঙ্কা জামান, সাব্বির অর্ণব, মুশফিক ফারহান, আল মনসুর, ফারুক আহমেদ, চাষী আলম, কাজল সুবর্ণসহ অনেকে।
Leave a Reply