সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
Uncategorized

তথ্য প্রতিমন্ত্রী বললেন নায়িকাদের ফিটনেসে নজর দিতে হবে

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহানের নতুন সিনেমা ‘স্বপ্নের রাজকুমার’ মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সিনেমার জন্য শুভকামনা জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, ‘সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সুপারহিট সিনেমা। সালমাহ শাহ ও মৌসুমীকে তিনি সৃষ্টি করেছেন। সেই সময় সালমান শাহ তুমুল জনপ্রিয়। সবদিক থেকে সালমান শাহ ছিলেন অলরাউন্ডার। মৌসুমীও ভালো অভিনয় করেছেন। এখনও তিনি অভিনয় করছেন। তবে, একটু ওজন কমাতে হবে।’

চলচ্চিত্রে যেসব নায়িকারা অভিনয় করছেন এবং আগামী দিনে যারা অভিনয়ে আসবেন, তাদের কাছে অনুরোধ করে ড. মুরাদ হোসেন বলেন, ‘ওজনের দিকে সবাইকে নজর দিতে হবে। এছাড়াও স্ক্যান্ডাল ও নানা বির্তক থেকে সবাইকে দূরে থাকতে হবে। অনেকেই বলেন, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন, তাদের বির্তক না হলে নাকি টিআরপি বাড়ে না। এ কথার সাথে আমি একমত না।’

যোগ করে এই প্রতিমন্ত্রী আরও বলেন, ‘১২ বছরে মাননীয় প্রধানমন্ত্রী বিএফডিসি ও বঙ্গবন্ধু ফিল্ম সিটির জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন। সরকার এরই মধ্যে ৬৪ জেলায় আধুনিক সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছেন। হতাশ হওয়ার কিছু নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ