শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন
Uncategorized

সেন্সরে যাচ্ছে ‘সত্যের ভাত নেই’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে নবাগত নায়িকা রানী খানের। মিডিয়ায় শুরুতে পথ চলা হালের অনেক নবাগত নায়িকাদের মতন মসৃণ ছিল না। অনেকটা কাঠ-খড় পেরিয়েই আজকের এই বড়পর্দায় আবির্ভাব রানীর। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমেই মিডিয়ায় রানীর পথ চলা শুরু হয়, প্রথমদিকে পার্শ্ব চরিত্রেই অভিনয় করেছেন তিনি। ছোট ছোট দৃশ্যেই অভিনয়ে দক্ষতার সফলতা দেখিয়ে এক পর্যায়ে নির্মাতাদের নজরে আসেন তিনি। তারপরে ধীরে ধীরে খন্ড নাটক, ধারাবাহিক, টিভিসি, মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেন তিনি। চলচ্চিত্রে নবাগত এই অভিনেত্রীর ভাষায়, ‘জীবনের শুরুতে কষ্টের সূচনা হাজারো ব্যাথা নিয়ে আমার রচনা যন্ত্রণার অন্ধকারে নির্মম পরিহাস চোখের জল আর বেদনা নিয়ে আমার জীবনের ইতিহাস।’

জমজমাটের সাথে আলাপকালে রানী জানান, ‘আমি যখন যে চরিত্রটি পেয়েছি তা যতো ছোটই হোক অভিনয়ের মধ্যে থাকতে চেষ্টা করেছি। আমার সব সময় চেষ্টা ছিলো চরিত্রটি ফুটিয়ে তুলতে।’

‘সত্যের ভাত নেই’ চলচ্চিত্রটি সম্পর্কে বলতে গিয়ে নবাগত এই নায়িকা বলেন, ‘বাস্তব কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্রটি। হয়তো আশেপাশে আমাদের অনেকের চলমান জীবন চিত্রের সাথে এই ছবির কাহিনী অনেক মিল খুঁজে পাওয়া যাবে। চলচ্চিত্রের প্রায় ৬০ ভাগ শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। মহামারী করোনা প্রভাব না পরলে এতো দিনে ছবিটি সেন্সরে জমা দেওয়া হতো। বাকি আছে ২/৩টি দৃশ্য আর তিনটি গানের দৃশ্যায়ণ। যতটুকু শুটিং করা হয়েছে তার ডাবিং, এডিটিং, কালার গ্রেডিং এর কাজও প্রায় শেষের পথে। খুব শীঘ্রই ছবিটি সেন্সারে যাচ্ছে।’

চলচ্চিত্র পরিচালক যুগান্তর চাকমার ‘সত্যের ভাত নেই’ ছবিতে নবাগত চিত্রনায়িকা রানী খানের বিপরীতে রয়েছেন চিত্রনায়ক সাইফ খান। আরও অভিনয়ে করেছেন রেবেকা রউফ, শিবা সানু, ডন, প্রিন্স, নিজাম কমলাপুরী, তনু পান্ডে, ব্রুস লি, গাংগুয়া, ভাবনা ও চাইনিজ। ক্যামেরায় ছিলেন উৎপল দেব। ফাইট পরিচালনায় চাইনিজ ফাইটিং গ্রুপ। মিউজিক ডিরেক্টর শাইলু শাহ ও সম্পাদনায় আব্দুর রহিম। ছবিটি প্রযোজনা করছে মামুন মাল্টিমিডিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ