শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন
Uncategorized

‘কালো রঙের প্রতি দূর্বলতা একটু বেশি’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

বর্তমান সময়ে ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেতা আফরান নিশো। ব্যতিক্রম কিছু গল্পে চমৎকার সব চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বিশেষ করে রোমান্টিক গল্পের নায়ক হিসেবে নিশো এখন নির্মাতাদের সেরা পছন্দ। তার ফ্যাশন, পছন্দ-অপছন্দ নিয়ে কথা বলেছেন- রুহুল আমিন ভূঁইয়া

কোথা থেকে শপিং করেন?

আমি সব সময় আমার দেশ থেকেই শপিং করতে পছন্দ করি। আমাদের দেশে ভালো ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়। তবে নির্দিষ্ট করে কোন ব্র্যান্ড নেই।

শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কি পদক্ষেপ নিয়ে থাকেন?

আমি তেমন কিছুই করি না। আমি আমার মতো করে চলাফেরা করি।

কি ধরনের খাবার খেতে পছন্দ করেন?

সব ধরনের খাবার পছন্দ। সব ধরনের খাবারই খাওয়া হয়। খিচুরি গরুর মাংস পছন্দ। তবে আমার চকলেট খুব পছন্দ।

কি ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন?

ক্যাজুয়াল পোশাকই পরতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।

কোন ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করেন?

ডানহিল, কানেক্টফুল এই গুলোই ব্যবহার করা হয়।

আর সানগ্লাস?

Ray Ban, Police

অলঙ্কার পরতে কি ভালো লাগে?

হ্যাঁ।

লেদার বা স্টিল কোন ধরনের ঘড়ি আপনার পছন্দ?

কালো লেদারের ঘড়ি খুব পছন্দ আমার।

কোন ফ্যাশন আইকনকে কি ফলো করেন?

নাহ সে রকম করে কাউকে ফলো করা হয় না।

কি ধরনের জুতা পরতে পছন্দ করেন?

পোশাকের সঙ্গে ম্যাচিং করে জুতা পরা হয়। কমফোর্টেবল জুতা পরতে ভালো লাগে।

ঘুরতে পছন্দ করেন, কোথায় যেতে ভাল লাগে?

ঘুরতে কার না ভাল লাগে বলুন। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। কিন্তু সময়ের অভাবে ঘুরতে যেতে পারি না। তবে সবচেয়ে বেশি সমুদ্রের পার, পাহাড়ে যেতে ভালো লাগে।

অবসর সময়ে কি করেন?

আমার পরিবার কে সময় দেই এবং আমার গাড়িকে। আমি খুব গাড়ি লাভার।

ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান?

অভিনেতা হিসেবে আমি নিজেকে ভাল একটা অবস্থানে দেখতে চাই। সবাই নিজেকে নিয়ে একটা স্বপ্ন দেখে। স্বপ্নের একটা জায়গা তৈরি করে আমার ইচ্ছে আমি নিজে এমন কোন কাজ করে যাব যেটার জন্য সবাই আমাকে মনে রাখে।

প্রিয় মানুষ কে আপনার?

আমার মা-বাবা।

কোন রঙের পোশাকের প্রতি দূর্বলতা আছে কি?

হ্যাঁ! কালো আমার খুব পছন্দ। তাই কালো রঙের প্রতি দুর্বলতা একটু বেশি রয়েছে। তারপরে সাদা।

ব্যক্তিগত ভাবে গাড়ি ব্যবহার করেন?

হ্যাঁ।

ফ্যাশন নিয়ে নতুদের জন্য কিছু বলুন-

ফ্যাশন বিষয়টা সম্পূর্ণ নিজের ব্যক্তি স্বাধীনতার অংশ। প্রতিদিনই নিত্যনতুন ট্রেন্ড আসছে। এখানে আমাকেই সিদ্ধান্ত নিতে হবে আমি কেমন পোশাক পরব, কোন পোশাক আমার সঙ্গে ম্যাচ করে। এক কথায় ফ্যাশন বিষয়টা হলো পুরোপুরি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা। নিজের ভাল লাগাকে প্রাধান্য দিতে হবে ফ্যাশনের ট্রেন্ডকে নয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ