‘চলতি মাসেই ওমরাহ করতে যাচ্ছি। এ জন্য শুটিং শিডিউল রাখছি না। হাতের কাজগুলোও দ্রুত শেষ করছি। এর আগে কখনও পবিত্র মক্কা শরীফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, অনুভূতিটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। সবার কাছে দোয়া চাই যেন সহি সালামতে ওমরাহ পালন করতে পারি।’ এভাবেই চলতি মাসের ওমরাহ করতে যাওয়া নিয়ে বললেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি।
সম্প্রতি নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন মাহিয়া মাহি। এরই মাধ্যই তিনি ইফতেখার চৌধুরীর ‘ড্রাইভার’ সিনেমার শুটিং শুরু করেছেন। মঙ্গলবার (২ অক্টোবর) মানিকগঞ্জ সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
এছাড়াও ‘অহংকারী বউ’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমার পর্দায় অভিনেতা ডি এ তায়েবের স্ত্রীর চরিত্রে দেখা যাবে মাহিকে। সিনেমাটির পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এছাড়া ‘গ্যাংস্টার’ ওয়েব ফিল্মের ডাবিং করছেন তিনি। এর বাইরেও মুক্তির অপেক্ষায় আছে বেশকিছু সিনেমা।
Leave a Reply