আজ বিকাল ৫ টায় সিডি প্লাসের ব্যানারে প্রকাশ পাবে মিউজিক ভিডিও ‘ভালোবাসার দাম দিলা না’। মামুন আফনানের কথা সুর করেছেন শফিক মাহমুদ সঙ্গীতত আয়োজনে ওয়াহিদ শাহিন। মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন পুস্পিতা,শান্তনু ও মেহরাব। মিউজিক ভিডিওটি নির্মান করেছেন নির্মাতা এম,ডি ওয়াসি খান। গানটির দৃশ্যায়ন করা হয়েছে চট্রগ্রামের বিভিন্ন লোকেশনে।
নির্মাতা ওয়াসি খান বলেন, সিডি প্লাসকে ধন্যবাদ জানাই আজ আমার জন্মদিন উপলক্ষে মিউজিক ভিডিওটি প্রকাশ করার জন্য।গানের গল্পটা অনেক সুন্দর।সবাই মিলে অনেক পরিশ্রম করে কাজটা করেছি । আশা করছি মিউজিক ভিডিওটি দর্শকের ভালো লাগবে।জন্মদিনে আমার জন্য সবাই দোয়া করবেন।
Leave a Reply